হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্ত। দুজনের জোড়া সেঞ্চুরিতেই বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে জয়ের সুবাসও পাচ্ছে সফরকারীরা। দলের প্রয়োজনে এমন ইনিংস খেলার পর এই দুই ব্যাটসম্যান জানিয়েছেন পরিকল্পনা করেই সফল হয়েছেন তারা।
দলীয় ৬১ রানে সাইফ হাসানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ১৯৬ রানের জুটি গড়েন শান্ত ও সাদমান। ওয়ানডে স্টাইলে ১১৮ বলে ১১৭ রান করে অপরাজিত থাকেন শান্ত আর ১৯৬ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন সাদমান। সাদমানের ইনিংসে শুধু নয়টি চার থাকলেও শান্তর ইনিংসে পাঁচটি চারের সাথে ছিল ছয়টি ছয়।
চতুর্থ দিন শেষে এক ভিডিও বার্তায় সাদমান জানিয়েছেন বল বাই বল পরিকল্পনা করে খেলেই সেঞ্চুরি করেছেন তিনি। আর শান্ত জানিয়েছেন আজ মাঠে নামার আগেই তাঁর পরিকল্পনা ছিল পজেটিভ ব্যাটিং করার। দিন শেষে সফল হয়ে তাই খুশি দুজনই। সাদমান প্রথম সেঞ্চুরিটা উৎসর্গ করেছেন তাঁর বাবা-মাকে।
সাদমান বলেন, ‘আজ সকাল বেলা আমার পরিকল্পনাই ছিলো যে আমি বল বাই বল ব্যাটিং করবো। আলহামদুলিল্লাহ আমি আজ সেঞ্চুরির দেখা পেলাম, আমার কাছে ভালো লাগছে। দলেরও খুব উপকার হয়েছে। আমরা বড় সংগ্রহ পেয়েছি। সেঞ্চুরির পিছনে আমার সতীর্থ ও কোচদের অনেক সমর্থন ছিলো। সেঞ্চুরিটা আমি আমার বাবা মাকে উৎসর্গ করছি।’
শান্ত বলেন, ‘আমি সব সময় বর্তমানে থাকার চেষ্টা করি। আগের চার ইনিংস খারাপ হয়েছে। ক্রিকেট খেলায় এটা হতেই পারে। কিন্তু অবশ্যই আমার চেষ্টা থাকে ধারাবাহিক রান করা। অতীত নিয়ে তেমন চিন্তা করিনা। আজকের দিনের ব্যাটিংটা নিয়েই চিন্তা করছি। আর আজকের পরিস্থিতি ছিলো দ্রুত রান তুলতে পারলে আমরা একটু সময় বেশি পাবো। যতো বড় লক্ষ্য দিতে পারবো ততো আমাদের লাভ। এজন্য পরিকল্পনা করেই গেছিলাম আজ পজেটিভ ব্যাটিং করবো।’
দলীয় ৬১ রানে সাইফ হাসানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ১৯৬ রানের জুটি গড়েন শান্ত ও সাদমান। সাদমান মাঝে মাঝে রানের জন্য সংগ্রাম করলেও শুরু থেকেই আগ্রাসী ছিলেন শান্ত। সাদমান জানিয়েছেন নরমাল ব্যাটিং করেই ভালো সংগ্রহ পেয়েছেন তারা। আর শান্ত মনে করেন বল বাই বল খেলেই জুটি বড় করেছেন তারা।
এ প্রসঙ্গে সাদমান বলেন, ‘সাইফের সাথে গতকাল এক ঘন্টা ব্যাটিং করেছি। আজও ভালো ব্যাটিং করছিলাম। সাইফ আউট হয়ে গেলো। শান্তর সাথে যখন ব্যাট করছিলাম শান্ত বলতেছিল লাঞ্চের আগ পর্যন্ত এভাবেই চলতে থাকুক। যেটা মারার সেটা মারবো। নরমল ব্যাটিং করলেই ভালো একটা সংগ্রহ হবে।’
শান্ত বলেন, ‘আমাদের দুজনের একটা পজেটিভ দিক ছিলো যে দুজন দুজনকে অনেক সাহায্য করতে ছিলাম যে কি ভাবে আগাবো। আরেকটা জিনিস আমরা সেঞ্চুরি নিয়ে কেউই চিন্তা করি নাই। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করছি। মূল ফোকাস ছিল আমরা বল বাই বল খেলার চেষ্টা করছি। দিন শেষে একটা বড় রান হয়েছে। এরকম কিছু ছিলো না যে অনিক ভাই একশো করছে এখন আমারো করতে হবে।’
চতুর্থ দিন শেষে লক্ষ্য থেকে এখনো ৩৩৭ রান দূরে রয়েছে জিম্বাবুয়ে; হাতে রয়েছে মাত্র সাত উইকেট। চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ে ৩৩১ রানের বেশি করতে পারেনি কখনোই। চতুর্থ ইনিংসে ১৬২ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ডও নেই জিম্বাবুয়ের।
তাই এখনই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। সাদমান জানিয়েছে আগামীকাল ভালো বল করতে পারলে দ্রুতই জয় পাবে বাংলাদেশ। তবে শান্ত মনে করেন তারা ভালো অবস্থানে থাকলেও জয় পেতে এখনো অনেক পরিশ্রম করতে হবে তাদের।
সাদমান বলেন, ‘যে রান করা হয়েছে, ওদের তো তিনটা উইকেট গেছে। ইনশাআল্লাহ আমরা ভালো পজিশনে আছি। আগামীকাল যদি এভাবে বল করতে পারি তবে দ্রুতই ম্যাচ জিততে পারবো।’
শান্ত বলেন, ‘আমরা ভালো অবস্থানে আছি। কিন্তু আমার কাছে মনে হয় এখনো অনেক কাজ বাকি আছে। উইকেট এখনো অনেক ভালো আছে। আমাদের বোলারদের ও ফিল্ডারদের অনেক পরিশ্রম করতে হবে। আমরা গতকাল যদি দ্রুত দুই তিনটা উইকেট পাই আমাদের জন্য আরো সহজ হবে। আমার মনে হয় পুরো দিনটাই আমাদের কষ্ট করতে হবে।’