শঙ্কামুক্ত লিটন, এখনও শঙ্কায় মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনবদ্য সেঞ্চুরি করলেও চোটের কারণে গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যায়নি লিটন দাসকে। তাই শঙ্কা ছিল এই ওপেনারের দ্বিতীয় ওয়ানডে খেলা নিয়ে। তবে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল নিশ্চিত করেছেন দ্বিতীয় ম্যাচে খেলবেন লিটন। কিন্তু এখনো অনিশ্চিয়তা কাটেনি মুস্তাফিজুর রহমানকে ঘিরে।

গতকাল সিরিজের প্রথম ওয়ানডে ব্যাট করার সময় চোট পেলেছিলেন লিটন। এরপর মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান এই ওপেনার। শেষ পর্যন্ত দলের প্রয়োজনে খেলেন ১১৪ বলে ১০২ রানের অসাধারণ ইনিংস। তবে এরপর আর মাঠে দেখা যায়নি তাকে। লিটনের পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন নুরুল হাসান সোহান।

আর চোটের কারণে প্রথম ম্যাচের একাদশেই ছিলেন না মুস্তাফিজুর রহমান। এই পেসার চোট পেয়েছিলেন প্রস্তুতি ম্যাচ খেলার সময়। মুস্তাফিজের চোট খুব গুরুতর না হলেও তাকে নিয়ে কোন ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ঝুঁকি এড়াতে দ্বিতীয় ওয়ানডেতেও হয়তো মাঠে নামা হবে না এই পেসারের। তবে তাঁর খেলার বিষয়টি একে বারে উড়িয়ে দেননি তামিম।

আজ (১৭ জুলাই) এক ভিডিও বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন মুস্তাফিজের দ্বিতীয় ওয়ানডে খেলার বিষয়টি ফিফটি ফিফটি। আজ বিকালের দিকে এই বিষয়ে আরো ভালো ভাবে জানা যাবে। তামিম আরো জানিয়েছেন তার নিজের চোট থাকলেও ম্যানেজ করে নিচ্ছেন তিনি। এছাড়া বাকি সবাই সম্পূর্ণ ফিট রয়েছেন।

তামিম বলেন, ‘চোট নিয়ে চিন্তা, তো কম বেশি বলা হয়ে গেছে। এই তিনটা ম্যাচই একটু ঝুঁকি নিয়ে খেলতে হচ্ছে। আমি কোনো না কোন ভাবে ম্যানেজ করছি। লিটনের অবস্থা আমি যত টুকু জানি এখন আগের চেয়ে ভালো আছে অনেক। সে দ্বিতীয় ম্যাচের জন্য প্রায় নিশ্চিত। মুস্তাফিজকে নিয়ে একটা প্রশ্ন আছে। এখনো ওর খেলা ফিফটি ফিফটি। আজ বিকেলের দিকে আরেকটু ভালো বলতে পারব। এছাড়া সবাই ফিট।’

প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বড় জয় পেলেও এখনো উন্নতির জায়গা দেখছেন বাংলাদেশের অধিনায়ক। কারণ প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থায় বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তামিম মনে করেন এটা কখনোই আদর্শ না। তবে ব্যাটিং নিয়ে তামিম একটু অসন্তুষ্ট থাকলেও বোলারদের পারফরম্যান্স নিয়ে খুশি তিনি।

তিনি বলেন, ‘উন্নতির কোনো শেষ নেই। তবে কম রানে যদি তিনটা উইকেট পড়ে যাওয়া কোন ভাবেই আদর্শ না। টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি। তাহলে দল হয়তো এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব যে পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে। এছাড়া আমাদের বোলিং নিয়ে আমি খুবই খুশি।’

লিটন ছাড়াও গতকাল দলের প্রয়োজনে সাত নম্বরে নেমে শেষের দাবি মিটিয়ে দারুণ এক ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব। শেষের দিকে মেহেদী হাসান মিরাজও দায়িত্বশীল ব্যাটিং করেন। তামিম জানিয়েছেন জুনিয়রদের পারফরম করার জন্য গতকাল আদর্শ এক ম্যাচ ছিল।

তামিম বলেন, ‘কাল একটা পর্যায়ে আমরা খুব বিপদে ছিলাম। আমি সব সময় বলে এসেছি জুনিয়রদের পারফরম করতে হবে। এটা নিয়ে অনেক আলোচনা হয়। কাল এক্ষেত্রে আদর্শ ম্যাচ ছিল। যেখানে লিটন বেশ দায়িত্ব নিয়ে একটা ইনিংস খেলেছে। আর সব সময় ১০০ বা ৫০ নিয়ে কথা বলা খুব সহজ। কিন্তু আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link