ঘরের কথা পরে জানলো কেমনে!

বাংলাদেশ সফরে এসে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওয়েবসাইট পরিচালনাকারী দুই কর্মীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ও ঝগড়া করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার ও টিম ম্যানেজার গ্যাভিন ডোভে। এমন ঘটনায় হতাশা প্রকাশ করেছেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার অধিনায়ক মনে করেন দলের জন্য এমন ঘটনা কখনোই আদর্শ নয়।

ঘটনাটি ঘটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি শেষে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার পর ড্রেসিংরুমে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটাররা। কাঁধে কাঁধ মিলিয়ে স্বাগতিক ক্রিকেটাররা গেয়েছিলেন ‘আমরা করবো জয়’ গানটি। গান গাওয়ার সেই ভিডিও প্রকাশ করা হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে।

ওয়েবসাইটে বাংলাদেশের আনন্দ উল্লাস করার ভিডিও প্রকাশ করাটা ভালো ভাবে নিতে পারেননি অস্ট্রেলিয়ার কোচ ও টিম ম্যানেজার। এটা নিয়েই হোটেলে ওয়েবসাইট পরিচালনাকারী দুই কর্মীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ও ঝগড়া বেঁধে যায় জাস্টিন ল্যাঙ্গার ও টিম ম্যানেজার গ্যাভিন ডোভের। এই ঘটনা প্রকাশ্যে আসে একটু পরই। এটা নিয়েই হতাশ ফিঞ্চ।

ফিঞ্চ বলেন, ‘কোন খেলাধূলার ফলাফল যখন আপনার পক্ষে আসবে না তখন সব সময় উত্তেজনা কাজ করবে। কারণ জয় পরাজয় গণনা করা হয়। আমি মনে করি সব সময় এমন ঘটনা ঘটবে না। এই বিষয়টা যে ভাবে সামনে এসেছে এটা অবশ্যই হতাশাজনক। এটা কখনোই দলের জন্য আদর্শ না।’

এই ঘটনা ছাড়াও বাংলাদেশ সফর সুখকর ছিল না অস্ট্রেলিয়ার কাছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিরা হেরেছে ৪-১ ব্যবধানে। প্রতিটা ম্যাচেই বাংলাদেশের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। তবে তাতেও দল নিয়ে খুব একটা চিন্তিত নন ফিঞ্চ।

চোটের কারণে বাংলাদেশ সফরে ছিলেন না ফিঞ্চ। ফিঞ্চের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ম্যাথু ওয়েড। ফিঞ্চ ছাড়াও এই সিরিজে ছিলেন না গ্ল্যান ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স ও ডেভিড ওয়ার্নারের মত অভিজ্ঞ ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার অধিনায়ক মনে করেন তাদের দল ঠিকই আছে।

তিনি বলেন, ‘আমার কোন সন্দেহ নেই যে আমাদের সেরা দলটা বিশ্বের যে কোন দলের চেয়ে ভালো। দলো অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। সবার জয়ের ক্ষুধা আছে, ক্লাস আছে। আমি মনে করি আমাদের সেরা দল ঠিকই আছে।’

ফিঞ্চ আরো বলেন, ‘আমি মনে করি যে ভাবে স্কোয়াড করা হবে এটা নিয়ে আমি খুব উদ্বিগ্ন নই। ওয়ার্নার, ম্যাক্সওয়েল, স্মিথকে ফিরে আসবে। আমরা গত আট বছরে এক সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। আমার মনে হয় যারা আইপিএলে যাচ্ছেন তারা দুবাই এবং আবুধাবিতে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।’

বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোট পেয়েছিলেন ফিঞ্চ। চোট কাটিয়ে উঠলেও এখনো পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেননি অজি অধিনায়ক। ফিঞ্চ জানিয়েছেন তাঁর কাছে এখন সব কিছু ইতিবাচক মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক আশাবাদী ছয় থেকে সাত সপ্তাহের ভিতর অনুশীলন শুরু করতে।

তিনি বলেন, ‘এটা এখনই বলা মুশকিল। যতক্ষণ না আপনি আপনার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। এখন ফুলে গেলে বরফ দেওয়া হচ্ছে। এখন এটা নিচে নেমে আসছে। এখন ঘুরে বেড়াচ্ছি, কোন ব্যাথা নেই। সব কিছু ইতিবাচক মনে হচ্ছে। এখন পরিকল্পনা হচ্ছে চার সপ্তাহ ব্যাটিং করা এবং পুরোপুরি দৌড়ানো। আর ছয় থেকে সাত সপ্তাহের ভিতর সম্পূর্ন অনুশীলন শুরু করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link