টি-টোয়েন্টিতে ইনিংসের শুরুটা যেমনই হোক ফিনিশিংয়ে একটা ঝড়ো ইনিংস রাখতে পারে দলের জয়ে বড় অবদান। ডেথ ওভারে বিধ্বংসী ব্যাটিং করে একা হাতে ম্যাচ জিতিয়েছেনও অনেকেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ডেথ ওভারের মার কাট কাট ব্যাটিং বাড়তি মাত্রা যোগ করে যেকোনো ম্যাচেই। আর এই ডেথ ওভারেই অল্প সময় ব্যাটিং করেই অনেকেই হয়েছেন সেরাদের সেরা।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা আসলেই সবার উপরে থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এখানেও ডেথ ওভারে রান করতে পারাদের আছে বাড়তি গ্রহনযোগ্যতা। তাঁদের মধ্যে থেকেই সেরা পাঁচজনকে নিয়ে আমাদের এবারের আয়োজন।
- বিরাট কোহলি (ভারত): রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
এক থেকে তিন নম্বর পজিশনে ব্যাটিং করার পরেও এই তালিকার সেরা পাঁচে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। আইপিএলে বেশ কিছু রেকর্ডও নিজের নামে করেছেন তিনি।
আইপিএল ক্যারিয়ারে বেশ কিছু ম্যাচজয়ী ইনিংস খেলেছেন বিরাট। অনেক ম্যাচেই ইনিংসের শুরু থেকে শেষ অবধি উইকেটে টিকে ছিলেন তিনি। আইপিএল ক্যারিয়ারে ৫ সেঞ্চুরি এবং ৪০ হাফ সেঞ্চুরির মালিক তিনি। ডেথ ওভারে আইপিএল ক্যারিয়ারে করেছেন ১২৬৮ রান!
- রোহিত শর্মা (ভারত): মুম্বাই ইন্ডিয়ান্স
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আছেন এই তালিকার চারে। আইপিএল ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই তিনি খেলেছেন ওপেনার হিসেবে। অবশ্য আইপিএলের শুরুর দিকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও খেলেছেন কয়েক মৌসুম।
সেখান তিনি মিডল অর্ডারেই ব্যাট করতেন। যার কারণে ফিনিশিংয়ের দায়িত্বটাও নিজের কাঁধেই নিতেন তিনি। ওই সময় তিন মৌসুমে ৩৫০ এরও বেশি রান করেন রোহিত। অবশ্য এরপরে মুম্বাইয়ের হয়েই বাকি পথটা পাড়ি দেন তিনি। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ পাঁচবার আইপিএল শিরোপাও জিতেছেন তিনি! ডেথ ওভারে ১৪৮১ রানের মালিক রোহিত!
- এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা): রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ফিনিশার হিসেবেই পরিচিত এবি ডি ভিলিয়ার্স। আইপিএল ক্যারিয়ারের শুরু থেকেই তিনি খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। আর সেখানেই একা হাতে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন তিনি। নান্দনিক সব শটে ২২ গজে ঝড় তুলতে বেশ পটু এবি।
২২ গজে বোলারদের জন্য এক প্রকার আতঙ্কও তিনি। আইপিএলে ১৭৬ ম্যাচে ৫ হাজারের বেশি রানের মালিক তিনি। সাবেক দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার চলতি বছর আইপিএলের প্রথম অংশে ৭ ম্যাচে প্রায় ৫২ গড়ে ২০৭ রান করেছেন। আইপিএলে ডেথ ওভারে ১৮০৮ রান করেছেন এবি।
- কাইরেন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ): মুম্বাই ইন্ডিয়ান্স
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরাট সাফল্যর পেছনে বেশ বড় অবদান রয়েছে ক্যারিবিয়ান জায়ান্ট কাইরেন পোলার্ডের। আইপিএলে ১৭১ ম্যাচে ৩ হাজারেরও বেশি রান করেছেন তিনি। অবশ্য এর বেশিরভাগটাই এসেছে ডেথ ওভারে।
আইপিএল ক্যারিয়ারের সিংহভাগই তিনি খেলেছেন ফিনিশার হিসেবে। ডেথ ওভারে একাই দলকে অনেক কঠিন মূহুর্ত থেকেও জিতিয়েছেন তিনি। টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে বিপর্যয় ঘটলেও তা সামাল দিয়েছেন পোলার্ড। ডেথ ওভারে তিনি ১৮৯২ রান করেছেন; যা কিনা এই তালিকার দ্বিতীয় সর্বোচ্চ।
- মহেন্দ্র সিং ধোনি (ভারত): চেন্নাই সুপার কিংস
শুধু আইপিএলই নয় আন্তর্জাতিক ক্রিকেটেও অন্যতম সেরা ফিনিশার হিসেবেই পরিচিত সাবেক ভারতীয় কাপ্তান মহেন্দ্র সিং ধোনি। আইপিএল ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই নেতৃত্ব দিয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ডেথ ওভারের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানের একজন তিনি।
আইপিএল ইতিহাসের সেরা ফিনিশারও বলা হয় তাকে। ক্যাপ্টেন কুল খ্যাত ধোনি আইপিএলে ডেথ ওভারে ২৮০৫ রানের মালিক। যেখানে তাঁর ধারেকাছেও নেই কেউই! চেন্নাইর হয়ে ২১১ ম্যাচে ৪০ গড়ে ৪৬৬৯ রান করেছেন তিনি।