আইপিএলের সর্বকালের সেরা অজি একাদশ

বিশ্বক্রিকেটে অস্ট্রেলিয়া যে কতটা শক্তিশালী দল তা আর বলার অপেক্ষা রাখেনা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অজি ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি করে দলগুলো। আইপিএলেও এর ব্যতিক্রম না। আইপিএলে এখন পর্যন্ত অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা গিয়েছে।

তাঁদের মধ্যে কয়েকজন তো রীতিমত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তারকা। তবে কেউ কেউ এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের সেরাটা দিতে পারেননি। সবমিলিয়ে আইপিএলের সেরা অজিদের নিয়েই একটি একাদশ তৈরি চেষ্টা করেছে খেলা৭১।

  • ডেভিড ওয়ার্নার

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ওপেনারদের একজন ডেভিড ওয়ার্নার। আইপিএলের ইতিহাসেরও সফলতম ক্রিকেটারদের একজন এই সাবেক অজি অধিনায়ক। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও অধিনায়কত্ব করেছেন তিনি। এই লিগে ১৫০ ম্যাচে ৫ হাজারেরও বেশি রান করেছেন এই ব্যাটসম্যান। আমাদের এই একাদশেরও অধিনায়ক হিসেবে থাকছেন তিনি।

  • অ্যাডাম গিলক্রিস্ট (সহ-অধিনায়ক): উইকেটরক্ষক

অস্ট্রেলিয়া ও বিশ্বক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ওপেনারদের একজন অ্যাডাম গিলক্রিস্ট। নিজের আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে জয় করে নিয়েছিলেন গোটা দুনিয়া। আইপিএলেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন এই অজি ওপেনার। ২০০৯ সালে ডেকেন চার্জার্সের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন তিনি। হায়দ্রাবাদের হয়ে একবার শিরোপাও জিতেছিলেন তিনি।

  • শন মার্শ

আরেক অজি ব্যাটসম্যান যিনি আইপিএলে নিজের একটা জায়গা করে নিয়েছিলেন। ২০০৮ সালে অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন তিনি। সেবছর খেলেছিলেন কিংস এলিভেন পাঞ্জাবের হয়ে। তাঁর ব্যাটে চড়েই সেবার সেমি ফাইনাল খেলেছিল পাঞ্জাব। ২০১৪ সালে ফাইনালও খেলেন শন মার্শ।

  • গ্লেন ম্যাক্সওয়েল 

আইপিএলের আরেক প্রমাণিত ক্রিকেটার গ্ল্যান ম্যাক্সওয়েল। বিশেষ করে ২০১৪ মৌসুমে নিজের সেরাটা দেখিয়েছিলেন তিনি। সেই মৌসুমে তাঁর ৫৫২ রানে ভর করে ফাইনাল খেলেছিল পাঞ্জাব। যদিও ফাইনালে কলকাতার কাছে হেরে গিয়েছিল ম্যাক্সওয়েলরা। এখন অবশ্য তিনি খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। তবে, যে বিরাট অর্থ খরচ করে একেকটা ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেয় – তার প্রতিদান তিনি সামান্যই দিতে পারেন।

  • শেন ওয়াটসন

অস্ট্রেলিয়া ক্রিকেটের আরেক কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়াটসন। আইপিএলেও বেশ কার্যকর ছিলেন তিনি। ২০১৮ সালে দারুণ এক মৌসুম কাটিয়েছিলেন তিনি। সেবছর তাঁর দল চেন্নাই শিরোপাও জিতেছিল। সব মিলিয়ে আইপিএলে ১৪৫ টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে প্রায় ৪ হাজার রানের পাশাপাশি আছে ৯২ উইকেট।

  • মাইকেল হাসি

চেন্নাইয়ের হয়ে আইপিএলের দুইটি শিরোপা জিতেছেন মাইকেল হাসি। ২০১৩ সালে অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন তিনি। সেই মৌসুমে রেকর্ড ৭৩৩ রান করেছিলেন তিনি। এখন আবার তিনি চেন্নাইয়ের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন।

  • জেমস ফকনার

শেষের দিকে ব্যাট হাতে দ্রুত রান করে দেয়ার জন্য দারুণ কার্যকর ব্যাটসম্যান জেমস ফকনার। এছাড়া বল হাতেও একইরকম পারদর্শী তিনি। তাঁর পাওয়ার হিটিং এবিলিটির কারণেও আইপিএলেও বেশ নাম কুড়িয়েছিলেন তিনি।

  • শেন ওয়ার্ন (অধিনায়ক)

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনারদের একজন শেন ওয়ার্ন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারিদের একজনও তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। তবে আইপিএলে ক্যারিয়ারের শেষ সময়ে নিজের নাম লিখিয়েছিলেন। আইপিএলে মোট ৫৭ টি উইকেটও আছে তাঁর ঝুলিতে।

ফলে এই একাদশেরও স্পিন ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবেন শেন ওয়ার্ন। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক ওয়ার্ন একদমই পরীক্ষিত নন। তবে, আইপিএলে তিনি অন্য ধাতুর গড়া। একদম গোড়ার আসরে তিনি রাজস্থান রয়্যালসকে নিয়ে আইপিএলের শিরোপা জিতেন অধিনায়ক হিসেবে। 

  • মিশেল জনসন 

মিশেন জনসন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। বলা হয় আইপিএলেরও অন্যতম সেরা বাঁহাতি পেসার তিনি। ২৪ উইকেট নিয়ে মুম্বাইকে তাঁদের প্রথম শিরোপা জয়ে সাহায্য করেছিলেন। এছাড়া সবমিলিয়ে আইপিএলের ৫৪ ম্যাচে নিয়েছেন ৬১ টি উইকেট। 

  • মিশেল স্টার্ক

এই মুহূর্তে অস্ট্রেলিয়া ও ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেসারদের একজন মিচেল স্টার্ক। তাঁর গতি ও ইয়োর্কারে পরাস্ত হয় দুনিয়ার বাঘা বাঘা ব্যাটসম্যানরা। যদিও এই পেসারের আইপিএল ক্যারিয়ার খুব বেশি লম্বা না। কেননা আইপিএলের থেকে আন্তর্জাতিক ক্রিকেটটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। বেঙ্গালুরুর হয়ে ২ টি আইপিএল মৌসুম খেলেছিলেন তিনি। তবে আমাদের এই একাদশে নি:সন্দেহে জায়গা পান তিনি।

  • ডগ বোলিঞ্জার

এই একাদশের সর্বশেষ সদস্য অস্ট্রেলিয়ার আরেক পেসার ডগ বোলিঞ্জার। আইপিএলে তিনিও দারুণ সফল। মাত্র ১৮.৭৩ গড়ে নিয়েছিলেন ৩৭ উইকেট। ২০১০ ও ২০১১ সালে চেন্নাইয়ের আইপিএল জয়ের পিছনে বড় অবদান রেখেছিলেন বুলিঞ্জার।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link