ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন ইয়ন মরগ্যান। এখনো কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ব্যাট হাতে কার্যকর কোন ইনিংস খেলতে পারেননি। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার পর দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন তাঁর থেকে গুরুত্বপূর্ণ সময়ে আরো বেশি কিছু প্রত্যাশা করে দল।
আরো পড়ুন
- একাদশে ফিরতে পারেন সাকিব
- সাকিবকে অধিনায়ক করার দাবি!
- কর্পোরেট জগৎ ছেড়ে বাইশ গজে
- রূপান্তরের অভিনব আখ্যান
এবারের আসরের ১২ ম্যাচে মরগ্যানের ব্যাট থেকে ১০.৯০ গড়ে ও ১০০.৯২ স্টাইকরেটে এসেছে মাত্র ১০৯ রান। ১২ ম্যাচেও কোন হাফ সেঞ্চুরি আসেনি মরগ্যানের ব্যাট থেকে। এই ১০৯ রানের ভিতর ৪৭ রানই করেছিলেন এক ম্যাচে। বাকি ১১ ম্যাচে করেছেন মাত্র ৬৭ রান। সর্বশেষ ম্যাচে গতকাল পাঞ্জাব কিংসের সাথে মরগ্যান করেছিলেন ২ বলে ২ রান।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকেও নেতৃত্ব দিবেন মরগ্যান। তাই বিশ্বকাপের আগে ব্যাট হাতে তাঁর ধারাবাহিক এই ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন সবাই। তবে কলকাতার প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম বিশ্বাস করেন খুব দ্রুতই রানে ফিরে আসবেন মরগ্যান।
ম্যাককালাম বলেন, ‘সে আমাদের দলের অধিনায়ক। সে দলের একজন সিনিয়র খেলোয়াড়, আমাদের আন্তর্জাতিক ব্যাটসম্যানদের একজন সে। সে চাইবে দলের হয়ে আরো বেশি অবদান রাখতে। আমরাও আমাদের বিদেশি ক্রিকেটারদের থেকে বেশি রান প্রত্যাশা করি। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময় গুলোতে। আমি নিশ্চিত সে ফিরে আসবে।’
সবচেয়ে বড় সমস্যা হল এই মরগ্যান দলের অধিনায়ক। তাঁকে চাইলেই একাদশ থেকে সরিয়ে দেওয়ার সুযোগ নেই কলকাতা নাইট রাইডার্সের। তবে, টুর্নামেন্টের এই সময়ে এসে অধিনায়কত্ব পাল্টানোরও গুঞ্জন আছে। ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া তো বলেই দিয়েছেন, ইয়ন মরগ্যানকে বসিয়ে রেখে সাকিব আল হাসানকে অধিনায়কত্ব দিলে তাতে কেকেআর বেশি লাভবান হবে।
তবে, সেখানেও সমস্যা আছে। চলতি আইপিএলে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাটিং কিংবা বোলিং – কোনো বিভাগেই ঠিক জ্বলে উঠতে পারেননি সাকিব। সেখানে তাঁকে একাদশে এনে হুট করে অধিনায়কত্ব দিয়ে দিলে তাতে দলের উপকার হবে কি না – সেটা হলফ করে বলা যাচ্ছে না।
মরগ্যানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সও পয়েন্ট টেবিলে খুব একটা সুবিধাজনক স্থানে নেই। ১২ ম্যাচে ৫ জন নিয়ে চতুর্থ স্থানে থাকলেও সমান পয়েন্ট নিয়ে তাঁর পরের স্থানেই রয়েছে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে কলকাতার থেকে এক ম্যাচ কম খেলেছে মুম্বাই।
এখন শেষ চারে যেতে হলে শেষের দুই ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি অন্য দলের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে কলকাতাকে। আগামী তিন অক্টোবর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের ১৩ তম ম্যাচে মাঠে নামবে কলকাতা। এবং সাত অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলকাতার প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।