ক্রিকেট খেলতে তৃতীয় কোন কোন ক্ষেত্রে দ্বিতীয় দক্ষতা হিসেবে যা প্রয়োজন তা হচ্ছে ফিল্ডিং করার সুদক্ষতা। একজন ভাল ফিল্ডার ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেওয়ার পাশপাশি বেশকিছু রান বাঁচিয়ে দলকে দারুণভাবে সহয়তা করতে পারে। কোন কোন সময় দেখা যায় ফিল্ডারদের বাঁচিয়ে দেওয়া দুই-চার রানের তফাতে ম্যাচের ফলাফলে তারতম্য ঘটে। এমন পরিস্থিতির বেশ কিছু উদাহরণ রয়েছে বিশ্বক্রিকেটে।
কিন্তু বিশ্ব ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিকবার ক্যাচ নেওয়ার ঘটনার সাথে নিশ্চয়ই সবাই খুব ভালভাবে পরিচিত নন। সর্বাধিক পাঁচটি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে বিশ্বক্রিকেটে। কিন্তু বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে সর্বাধিক সংখ্যক ক্যাচ ধরতে পেরেছেন এমন খেলোয়াড় সংখ্যা সর্বোমোট তিন। তাঁর মধ্যে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইউনুস খানও। তিনিই প্রথম বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে সর্বাধিক ক্যাপ লুফে নিয়েছিলেন এবং সেই রেকর্ডে ভাগিদার বাড়লেও ভাঙতে পারেনি কেউ এখন অবধি।
- ইউনুস খান (পাকিস্তান)
২০০১ সালে পাকিস্তানে মুলতানে বাংলাদেশের বিপক্ষে বিশাল এক ব্যবধানের জয় তুলে নিয়েছিলো পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সেই টেস্ট ম্যাচে পাকিস্তান দলের দ্বাদশ খেলোয়াড় ছিলেন ইউনুস খান। ম্যাচের তৃতীয় ইনিংসে বাংলাদেশ দল যখন ব্যাটিং করতে নামে তখন বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন ইউনুস।
সেই ম্যাচের সেঞ্চুরিয়ানদের মধ্যে একজন সাইদ আনোয়ারের পরিবর্তে মাঠে নেমেছিলেন ইউনুস খান। মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেন তিনি। একের পর এক ক্যাচ লুফে নিয়ে পাকিস্তানি বোলার দানিশ কানেরিয়ার নামের পাশে চারটি উইকেটের ট্যালি যুক্ত করতে সহয়তা করেন ইউনুস।
তাঁর তালুতে বন্দি হয়ে সাজঘরে ফেরেন আমিনুল ইসলাম, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় ও হাসিবুল হোসেনদের মতো ব্যাটাররা। সেই রেকর্ড এখন পর্যন্ত অটুট অবস্থায় প্রায় দুই যুগ পার করতে চলেছে।
- ঋদ্ধিমান সাহা (ভারত)
গেলো বছর জানুয়ারির শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে সেখানে গিয়েছিলো ভারত। অস্ট্রেলিয়ার সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয় দুই দল। ম্যাচটি ড্র হয়েছিল। কিন্তু সেই ম্যাচের ভারত একাদশে থাকা উইকেট রক্ষক ঋষাভ পান্তের পরিবর্তে উইকেটের পেছনের দায়িত্ব নিয়েছিলেন ঋদ্ধিমান সাহা।
ঋষাভের ইনজুরিই কারণ ছিলো সেই পরিবর্তনের। দস্তানা হাতে উইকেটের পেছনে ঋদ্ধিমান নিয়েছিলেন ইউনুস খানের সমান সংখ্যক ক্যাচ। উইল পুকোভস্কি, মার্নাস লাবুশেন, ক্যামেরুন ওয়াইট ও ম্যাথু ওয়েডের উইকেট তুলে নিতে সহয়তা করেছিলেন সাহা।
সেই সুবাদে তিনি জায়গা করে নেন রেকর্ড বইয়ে, ভাগ বসান ইউনুস খানের রেকর্ডে। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় বদলি ফিল্ডার হিসেবে সর্বাধিক ক্যাচ লুফে নেওয়ার রেকর্ডে নিজের নামটি লিখিয়েছেন ঋদ্ধিমান।
- ওলি পোপ (ইংল্যান্ড)
আবার সেই অস্ট্রেলিয়া, আবার সেই সিডনি। যেখানে ঋদ্ধিমান সাহার পর তৃতীয় বদলি খেলোয়াড় হিসেবে এক ইনিংসে সর্বাধিক ক্যাচের রেকর্ডে ভাগ বসান ওলি পোপ।
অস্ট্রেলিয়া বলাম ইংল্যান্ডের মধ্যকার চলমান অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ওলি পোপ নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। নিজের নামটি লেখালেন ইউনুস খান ও ঋদ্ধিমান সাহাদের পাশে। জনি বেয়ারস্টো ও জশ বাটলার এর হাতের ইনজুরির কারণে বদলি ফিল্ডার হিসেবে নেমেছিলেন ওলি পোপ।
দাঁড়ান উইকেটের পেছনে। তারপর ম্যাচের চতুর্থ ইনিংসে যথাক্রমে মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন ও অ্যালেক্স ক্যারির উইকেট নিতে সতীর্থ বোলারদের সহয়তা করেন ওলি পোপ। এখন ওলি পোপ অনন্য এক ইতিহাসের অংশ।