২০১৬ সালে অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে ভারতীয় ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্নভঙ্গ হয় ভারতের। সাময়িক সময়ের জন্য দুইয়ে গেলেও র্যাঙ্কিংয়ে আবারো শীর্ষস্থান ফিরে পায় বিরাট কোহলির দল। প্রায় ৬ বছর ধরে দীর্ঘসময় সাদা পোশাকে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ভারত। দেশে এবং দেশের বাইরে নিজের শক্তিমত্তার ছাপ রেখেছেন জয়ের মাধ্যমে। আর এর নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি।
২০১৫ সালে নয় টেস্টের পাঁচটি জয় ও তিন ড্রয়ের পর ২০১৬ সালে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে ভারত। ২০১৬ সালে সাদা পোশাকে মোট ১২ টি টেস্ট খেলে বিরাট কোহলির দল। যার মধ্যে ছিলো নয় জয় ও তিন ড্র! পরের বছর ২০১৭ সালে ১ টেস্টে হারলেও ১১ টির মধ্যে সাতটিতেই জয় পেয়েছিলো ভারত।
অবশ্য ২০১৮ সাল গেলো ছয় বছরে সবচেয়ে বাজে বছর কাটে ভারতের। ১৪ টেস্টের মধ্যে সাতটিতে জয় ও বাকি সাতটিতে হারের মুখ দেখে কোহলিরা। ২০১৯ সালে আবারো নিজেদের আধিপত্য বিস্তার করে ভারত। ওই বছর খেলা ৮ টেস্টের সাতটিতে জয় ও একটিতে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
এরপর করোনা ভাইরাস নামক ব্যাধির হানায় ২০২০ সালে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি কোনো দলের। ওই বছর চার টেস্টের মধ্যে এক জয় ও তিন টি ম্যাচ হার নিয়ে মাঠ ছাড়ে ভারত। সবশেষ ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টেস্টে কিছু সময়ের জন্য শীর্ষস্থান হারালেও গেলো বছর ১৪ ম্যাচের মধ্যে আটটিতে জয় ও ৩টিতে ড্রয়ের দেখা পায় ভারত।
২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট খেলা ২৫ টি সিরিজের ১৯ টিতেই জয় পায় ভারত। বাকি ছয় সিরিজের পাঁচটিতে হার ও একটি ছিল ড্র। এর মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতেও সিরিজ জিতেছে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি ভারত। লম্বা সময় ধরেই সাদা পোশাকে দাপটে দেখিয়েছে ভারত। বিরাট কোহলির নেতৃত্বেই ভারতের এই সাফল্য সেটি অস্বীকার করারও কারণ নেই।
ভারতের সাফল্য নিয়ে আলোচনা করতে গেলেই উঠে আসে বিরাট কোহলির নাম। গেলো ৬ বছরে ভারতের এই সাফল্যের সাথে অধিনায়ক হিসেবে বিরাট নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অধিনায়ক হওয়ার পর বিরাটের নেতৃত্বে ৬৮ টেস্টের ৪০ টিতে জয় পায় ভারত। ড্র ১১ ও ম্যাচ হেরেছে ১৭ টি। জয়ের হার প্রায় ৫৯ % – যা কিনা ভারতের হয়ে সেরা টেস্ট অধিনায়কের প্রমাণ। শুধু ভারতই নয় টেস্টে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে নিজেকে রেখে গেছেন বিরাট।
বিরাটের অধিনায়কত্বের বীরত্বের সাথে সাথে টেস্ট ইতিহাসে নিজেদের সেরা সময়ই পার করছে ভারত। গেলো ৬ বছরে সাদা পোশাকে বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবেই নিজেদের প্রমাণ করেছে ভারত। বিরাটের অধিনায়কত্ব ছাড়ার পর র্যাঙ্কিংয়ে লম্বা সময় শীর্ষে থাকা ভারত কি পা হড়কাবে? নাকি নতুন অধিনায়কের হাত ধরে ছুঁটে চলবে অদম্য গতিতে সেটি দেখার অপেক্ষা। যদিও, ভারতের জন্য সবচেয়ে বড় সংকট এখন মাঠের বাইরের ‘টেনশন’টা দূর করা!