মাহমুদউল্লাহর দায়িত্বশীল ইনিংস ও আন্দ্রে রাসেলের তাণ্ডবে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে এবারের আসরের বিপিএলে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ২৩ রান তুলেন বরিশালের দুই ওপেনার নাজমুল শান্ত ও সৈকত আলি। এরপর এক ওভারের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে বরিশাল। ২৩ রানেই ৩ উইকেট হারায় সাকিবের দল। চতুর্থ উইকেটে সাকিব ও ক্রিস গেইলের ৩৭ রানের জুটি বিপর্যয় সামাল দেয়। এরপর দলীয় ৬০ রানে রুবেল হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ বলে ২৩ রানে আউট হন সাকিব। পরের ওভারেই আউট নুরুল হাসান সোহানও!
মাত্র ৬১ রানে ৫ উইকেট হারিয়ে তখন ব্যাকফুটে বরিশাল। একপ্রান্তে অবশ্য থিতু ছিলেন গেইল, সাথে যোগ দেইন ডুয়াইন ব্রাভো। দু’জনে মিলে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৩৩ রান। এরপর দলীয় ৯৪ রানে ইসুরু উদানাকে বাউন্ডারি মারতে গিয়ে মিস হিটে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ে ব্যক্তিগত ৩০ বলে ৩৬ রানে ফিরেন গেইল। একই ওভারে জিয়াউর রহমানকে ফিরিয়ে ম্যাচ নিজেদের আয়ত্তে নেন উদানা। ৯৬ রানে তখন ৭ উইকেট নেই বরিশালের।
তবে শেষ পর্যন্ত ব্রাভোর ২৬ বলে ৩৩ রানের ফিনিশিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করতে সক্ষম হয় ফরচুন বরিশাল। ঢাকার পক্ষে আন্দ্রে রাসেল ও উদানা শিকার করেন ২ টি করে উইকেট।
জবাবে ১৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট তামিম! দ্বিতীয় ওভারেই এক বলের ব্যবধানে নাইম শেখ ও জহুরুলকে ফিরিয়ে দারুন সূচনা করেন আলজারি জোসেফ। মাত্র ৬ রানেই ঢাকার ৩ উইকেট নেই। এরপর দলীয় ১০ রানে শফিকুলের দ্বিতীয় শিকার হয়ে মোহাম্মদ শাহজাদ আউট হলে মাত্র ১০ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা।
পঞ্চম উইকেটে শুভাগত হোমের সাথে ৬৯ রানের জুটির পথে জয়ের ভীত গড়ে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর দলীয় ৭৯ রানে শুভাগত ফিরলেও আন্দ্রে রাসেলের তাণ্ডবে ৪ উইকেটের জয় পায় ঢাকা। জয়ের থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হন রিয়াদ। ৪৭ বলে ৪৭ রান করেন রিয়াদ। রাসেলের ১৫ বলে ২ ছক্কা ও ৩ চারে ৩১ রানের ক্যামিওতে ১৫ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় পায় ঢাকা।
- সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল – ১২৯/৮ (২০ ওভার); গেইল ৩৬(৩০), ব্রাভো ৩৩(২৬),* সাকিব ২৩(১৯); রাসেল ৪-০-২৭-২, উদানা ৪-০-২৯-২, রুবেল ৩-০-৮-১।
মিনিস্টার গ্রুপ ঢাকা – ১৩০/৬ (১৭.৩ ওভার); মাহমুদউল্লাহ ৪৭(৪৭), রাসেল ৩১(১৫)*, শুভাগত ২৯(২৫); শফিকুল ৩-১-২০-২, জোসেফ ৩-০-৩৪-২।
ফলাফল: মিনিস্টার গ্রুপ ঢাকা ৪ উইকেটে জয়ী।