Social Media

Light
Dark

হোল্ডার হোল্ডিং দ্য গ্রাউন্ড

দরজায় কড়া নাড়ছে ১৫তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। অল্প কিছুদিন পড়েই পর্দা উঠবে এবারের আসরের নিলামের। বেন স্টোকস, স্যাম কারানদের মতো অলরাউন্ডাররা না থাকায় এবার নিলামের অন্যতম আকর্ষণ হতে পারেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার। আর সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁর নজরকাঁড়া পারফরম্যান্স যেনো ইঙ্গিত দিচ্ছে নিলামে চড়া দামেই বিক্রি হবেন হোল্ডার।

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন হোল্ডার। যেকোনো দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজে এটিই সর্বোচ্চ উইকেটশিকারের রেকর্ড। শুধু তাই নয় সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে শেষ ওভারে ২০ রান হাতে রেখে লড়াই করতে গিয়ে টানা চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি গড়েন হোল্ডার। ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে টানা চার উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই ক্যারিবিয়ান তারকা। লাসিথ মালিঙ্গা, রশিদ খান, কার্টিস ক্যাম্পফারের পর চতুর্থ বোলার হিসেবে এই কীর্তিতে নাম লেখান হোল্ডার।

ক্রিস জর্ডান, স্যাম বিলিংস ও আদিল রশিদকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পুরুষ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাট্রিক পূর্ণ করেন হোল্ডার। এরপর সাকিব মাহমুদকে বোল্ড করে টানা চার উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। ২.৫ ওভারে ২৭ রানের বিনিময়ে শিকার করেন ৫ উইকেট। হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে ১৭ রানের জয়ে ৩-২ এ সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবীয়রা। একই সাথে ম্যাচ সেরা ও সিরিজ সেরা নির্বাচিত হন হোল্ডার।

২০১৯ সালে দেহরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট শিকার করেন আফগান লেগস্পিনার রশিদ খান। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ক্রিকেটার ও একমাত্র স্পিনার হিসেবে এই কীর্তি গড়েন রশিদ। একই বছর ২০১৯ সালে পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট শিকার করেন লঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা।

এরপর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই এই রেকর্ডে নাম লেখান আইরিশ পেসার কার্টিস ক্যাম্পফার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ও আয়ারল্যান্ডের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাট্রিকের রেকর্ড গড়েন তিনি। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে এই অনন্য কীর্তির ছোট্ট তালিকায় নাম লেখান জেসন হোল্ডার।

টেস্ট ও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিয়মিত মুখ হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে অনেকটাই উপেক্ষিত ছিলেন এই অলরাউন্ডার। এখন পর্যন্ত ৩৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮.০৭ ইকোনমিতে নিয়েছেন ৩৮ উইকেট। ওভারঅল টি-টোয়েন্টিতে ১৬২ ম্যাচে ৭.৭৬ ইকোনমিতে হোল্ডারের দখলে আছে ১৫৩ উইকেট। আইপিএলে গেলো দুই আসরে ১৫ ম্যাচে ব্যাট হাতে ১৫১ রানের পাশাপাশি বল হাতে প্রায় ৮ ইকোনমিতে নিয়েছেন ৩০ উইকেট!

সব মিলিয়ে সাম্প্রতি সময়ে টি-টোয়েন্টিতে বেশ ‘আন্ডাররেটেড’ একজন জেসন হোল্ডার, তবে তাঁকে নিয়ে এই সময়ে এসে আলোচনাটা নি:সন্দেহে আরো বেশি হওয়া উচিৎ। এই ক্যারিবিয়ান তারকার সাম্প্রতিক ফর্ম জানান দিচ্ছে আসন্ন আইপিএলের নিলামে তিনি বিক্রি হতে পারেন চড়ামূল্যে। সময়টা মাঝে একদমই ভাল যাচ্ছিল না জেসন হোল্ডারের, এমনকি ওয়েস্ট ইন্ডিজ দলেও জায়গাটা হয়ে গিয়েছিল নড়বড়ে। এবার পায়ের নিচে আবারও মাটি ফিরতে শুরু করেছে হোল্ডারের। হোল্ডারের এই শ্রেষ্ঠত্ব দীর্ঘস্থায়ী হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link