সিলেটকে ছিটকে দিলেন সাকিবরা

আবারও রানের বন্যা দেখল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান ও ডোয়াইন ব্রাভোর ব্যাটিং তাণ্ডবের পর যোগ হল ফরচুন বরিশালের বুদ্ধিদীপ্ত বোলি। তাতে সিলেট সানরাইজার্সকে ১২ রানে হারিয়ে টানা পাঁচ জয় তুলে নিলো ফরচুন বরিশাল! ৮ ম্যাচে ৬ হারে প্লে অফের লড়াইয়ে ছিটকে গেলো সিলেট। টানা চতুর্থ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সাকিব।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুনিম শাহরিয়ারের ব্যাটে উড়ন্ত সূচনা করে বরিশাল। মাত্র ২৭ বলেই তুলে নেন দাপুটে এক ফিফটি। মুনিম ঝড়ে ওপেনিং জুটিতেই আসে ৭২ রান। দলীয় ৭২ রানে ৩ ছক্কা ও ৬ চারে ব্যক্তিগত ২৮ বলে ৫১ রানে মুনিম ফিরলে প্রথম উইকেট হারায় বরিশাল। এরপর দ্রুতই ফিরেন নুরুল হাসান সোহানও। তবে তৃতীয় উইকেটে ক্রিস গেইলের সাথে দ্রুত রান তুলতে থাকেন সাকিব আল হাসান। খেলেন ৪ ছক্কা ও ২ চারে ১৯ বলে ৩৮ রানের এক তাণ্ডবময় ইনিংস।

সাকিব-গেইলের ব্যাটে তখন বড় সংগ্রহের পথে বরিশাল। এরপর সাকিব ফিরলেও ডোয়াইন ব্রাভোর ১৩ বলে ৪ ছক্কা ও ১ চারে অপরাজিত ৩৪ ও গেইলের ৪৫ বলে হার না মানা ৫২ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল।

২০০ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিংয়ে ব্যাট হাতে তাণ্ডব চালান কলিন ইনগ্রাম। সাকিবের বলে এনামুল হক বিজয় দ্রুত ফিরলেও মোহাম্মদ মিঠুনকে সঙ্গে দিয়ে মারকাটারি ব্যাটিং করতে থাকেন ইনগ্রাম। ইনগ্রামের ব্যাটে জয়ের আশা দেখছিলো সিলেট।

একপ্রান্তে দুর্দান্ত ব্যাট করে ফিফটিও তুলে নেন প্রোটিয়া এই ব্যাটার। দলীয় ১০৮ রানে ব্যক্তিগত ১৪ বলে ১৯ রানে মিঠুন ফিরলে সাকিবের দ্বিতীয় শিকার হয়ে দ্রুতই ফিরেন অধিনায়ক রবি বোপারাও। এরপর কয়েক রানের ব্যবধানে সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে নাজমুল শান্তর বলে ইনগ্রাম ফিরলে ব্যাকফুটে চলে যায় সিলেট!

৪৯ বলে ১৬ চার ও ১ ছক্কায় ৯০ রান করেন ইনগ্রাম। পরের বলেই আউট মিজানুরও! ১০৮ রানে ১ উইকেট থেকে ১৩১ রানেই দলের ৫ উইকেট শেষ। ২৩ রানে ৪ উইকেট হারিয়ে তখন চরম বিপর্যয়ে সিলেট। শেষ ৪ ওভারে দরকার ছিলো ৫৪ রান, ক্রিজে ছিলেন মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু।

এরপর শেষ ওভারে দরকার ছিলো ২৪ রানের। তবে ব্রাভোর দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১২ রানে হেরে যায় সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে সিলেট সানরাইজার্স।

  • সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল – ১৯৯/৪ (২০ ওভার); গেইল ৫২(৪৫)*, মুনিম ৫১(২৮), সাকিব ৩৮(১৯), ৩৪(১৩)*; বাবু ৪-০-২৮-১, নাজমুল অপু ২-০-১৪-১, স্বাধীন ৪-০-৩৭-১।

সিলেট সানরাইজার্স – ১৮৭/৬ (২০ ওভার); ইনগ্রাম ৯০(৪৯), মোসাদ্দেক ৩৪(২১), মিঠুন ১৯(১৪); সাকিব ৪-০-২৩-২, শান্ত ১-০-২-২, ব্রাভো ৪-০-৪৩-২

ফলাফল: ফরচুন বরিশাল ১২ রানে জয়ী।

ম্যাচ সেরা: সাকিব আল হাসান (ফরচুন বরিশাল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link