বুম বুম আফ্রিদি কিংবা লালা – তাঁর অনেক নাম। তিনি পাকিস্তানের তথা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত শহীদ আফ্রিদি। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস আর লেগ স্পিন বিষে নিজেকে অন্যতম সেরা অলরাউন্ড হিসেবে প্রমাণ করেছেন এই পাকিস্তানি তারকা। ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরি আর নিজের লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্থ করাই ছিলো আফ্রিদির কাজ। পাকিস্তানের হয়ে একা হাতেই বহু ম্যাচে জয় এনে দিয়েছেন এই মারকুটে অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে আর ৯৮ টি টি-টোয়েন্টি খেলেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। দীর্ঘ এই ক্যারিয়ারে আফ্রিদির সেরা পাঁচ পারফরম্যান্স নিয়ে এই আলোচনা।
- ১০২ – প্রতিপক্ষ শ্রীলঙ্কা (ওয়ানডে), নাইরোবি, অক্টোবর ৪, ১৯৯৬
বয়স তখন মাত্র ১৬ বছর ২১৭ দিন! আন্তর্জাতিক ওয়ানডে ইতিহাসে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন শহীদ আফ্রিদি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নাইরোবিতে এই রেকর্ড গড়েন আফ্রিদি।
৬ চার ও ১১ ছক্কায় আফ্রিদির তাণ্ডবময় ১০২ রানে শ্রীলঙ্কাকে ৮২ রানে পরাজিত করে পাকিস্তান। প্রায় ১৭ বছর এই রেকর্ড অক্ষত ছিলো! এরপর ২০১৪ সালে ৩৬ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড গুড়িয়ে দেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন।
- ৫৪* – প্রতিপক্ষ শ্রীলঙ্কা (টি-টোয়েন্টি), লর্ডস – জুন ২১, ২০০৯
২০০৯ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে পাকিস্তান। ওই টুর্নামেন্টের সেমিফাইনালে আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পা দেয় পাকিস্তান।
৪ ওভারে ২০ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাট হাতে ৪০ বলে ৫৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেন আফ্রিদি।
- ৭৬ ও ১২/৭ – প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (ওয়ানডে), গায়ানা – জুলাই ১৪, ২০১৩
তর্কযোগ্যসাপেক্ষে আফ্রিদির ক্যারিয়ারের সেরা অলরাউন্ড পারফরম্যান্স ছিল ২০১৩ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ব্যাট হাতে ৫৫ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংসের পথে পাকিস্তানকে এনে দেন ২২৪ রানের চ্যালেঞ্জিং স্কোর।
এরপর ২২৪ রান ডিফেন্ড করতে নেমে মাত্র ১২ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের মাত্র ৯৮ রানেই গুড়িয়ে দেন আফ্রিদিরা! আফ্রিদির দুর্দান্ত পারফরম্যান্সে সেদিন গায়ানায় পাত্তাই পায়নি ক্যারিবীয়রা।
- ১৪১ – প্রতিপক্ষ ভারত (টেস্ট), চেন্নাই – জানুয়ারি, ১৯৯৯
১৮ বছর বয়সেই নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন আফ্রিদি। অভিষেকের মাত্র দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরির সাথে শিকার করেছিলেন পাঁচ উইকেট। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ধৈর্য্যর পরিচয় দিয়ে অনেকটা ওয়ানডে স্টাইলেই ব্যাট করে থাকেন আফ্রিদি।
১৯৯৯ সালে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে প্রায় পাঁচ ঘন্টা ব্যাটিং করে ১৯১ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আফ্রিদি। আফ্রিদির ওই ইনিংসে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২ রানের জয় পায় পাকিস্তান।
- ১০২ – প্রতিপক্ষ ভারত (ওয়ানডে), কানপুর – এপ্রিল ১৫, ২০০৫
২০০৫ সালে কানপুরে ভারতের বিপক্ষে এক ওয়ানডেতে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আফ্রিদি। সালমান বাটের সাথে ওপেনিং জুটিতে ১৩১ রান করার পথে ৪৫ বলে ১০ চার ও ৯ ছক্কায় দুর্দান্ত এক সেঞ্চুরি করেন আফ্রিদি। ২৫০ রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে মাত্র ১৪.২ ওভারে ১৩১ রানের জুটি পাকিস্তানকে জয়ের ভীত গড়ে দেয়।