জাদেজা, দ্য ফিউচার ক্যাপ্টেন!

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক তিনি। ভারতের হয়ে তিনি কী না জয় করেছেন। এমনকি তাঁর অধিনায়কত্ব নিয়ে ক্রিকেট দুনিয়ায় রীতিমত পড়াশোনা করার যোগাড়। শুধু ভারত নয়, আধুনিক ক্রিকেটেও তাঁর মত সফল অধিনায়ক খুঁজে পাওয়া মুশকিল।

ক্রিকেট ইতিহাসের সফল অধিনায়কদের আলোচনাতেও তাঁকে আপনি বাদ দিতে পারবেন না। ভারতে দুইটি বিশ্বকাপ জেতানো সেই অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি, তিনি ভারতকে অধিনায়ক হিসেবে জিতিয়েছেন আইসিসির সবচেয়ে মর্যাদাপূর্ণ তিনটি ট্রফি।

চেন্নাই সুপার কিংসেরও নিয়মিত অধিনায়ক তিনি। তবে এবার আর চেন্নাইয়ের অধিনায়কত্ব করছেন না তিনি। অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রবীন্দ্র জাদেজার নাম। যদিও আগে কখনো অধিনায়কত্ব করেননি এই অলরাউন্ডার। তবে, ভারতের হয়ে গত কয়েক বছরে অলরাউন্ডার হিসেবে নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন – আর সেটা মোটামুটি সব ফরম্যাটেই।

জাদেজাকে অধিনায়ক বানানোর ব্যাপারটাকে অবশ্য ধোনির একটি পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। তিনি মনে করে ধোনি খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে জাদেজাকে চেন্নাইয়ের নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত করে। কানেরিয়ার মতে ধোনি জাদেজাকে ভারতের ভবিষ্যত অধিনায়ক হিসেবে গড়ে তুলছেন। শুধু ফ্র্যাঞ্চাইজি বা ঘরোয়া ক্রিকেটের জন্যই না, আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও।

তাহলে কি রবীন্দ্র জাদেজাই ভারতের ভবিষ্যৎ অধিনায়ক? উত্তর যা-ই হোক না কেন চারবার আইপিএল শিরোপা জয়ী অধিনায়ক এবার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই স্পিনার। অধিনায়ক হিসেবে ধোনি তাঁর ক্যারিয়ারে খুব কমই ভুল করেছেন এবং নতুন অধিনায়ক তৈরিতে তাঁর এই ভূমিকারও প্রশংসা করা হচ্ছে।

ধোনির এই সিদ্ধান্তের প্রশংসা করে দানিশ কানেরিয়া বলেন, ‘আমরা সবাই জানি ধোনি কোন মাপের ক্রিকেটার। তাঁর সিদ্ধান্ত সবসময়ই ঠিক। আমার মতে তিনি বিশ্বক্রিকেটেরই সেরা অধিনায়ক। সে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতিয়েছে। এরপর চেন্নাইকে চারবার আইপিএলের শিরোপাও এনে দিয়েছে। এছাড়াও ভারত অনেক ম্যাচ জিতেছে মাঠে তাঁর ছোট ছোট কিছু সিদ্ধান্তের জন্য।’

জাদেজাকে অধিনায়কত্ব দেয়াটা ধোনি, চেন্নাই ও সব মিলিয়ে ভারতের জন্যই একটা সুদূরপ্রসারী ভাবনা। এই প্রসঙ্গে দানিশ কানেরিয়া বলেন, ‘আমার মনে হয় জাদেজাকে অধিনায়কত্ব দেয়াটাও অনেক সুদূর প্রসারী সিদ্ধান্ত। দেখুন ভারত দল খুবই ভারসাম্যপূর্ন এবং এই দলকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দেয়া সহজ কোন কাজ না। বিরাট কোহলি খুব ভালো ছিল, তাও সে দায়িত্ব ছেড়ে দিয়েছে। এখন রোহিত তিন ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছে। কেউ মানুক আর না মানুক ভারতকে নেতৃত্ব দেয়া ভীষণ চাপের।’

তিনি আরো যোগ করেন, ‘আজকে হোক কালকে ভারতকে এই অধিনায়কত্ব ছড়িয়ে দেয়ার পরিকল্পনায় আসতেই হবে। নাহলে রোহিতে উপর অনেক বেশি চাপ হয়ে যায়। এছাড়া আমরা ভারত দলটার দিকে যদি তাকাই তাহলে খুব কম ক্রিকেটারই আছেন যারা দলে নিজেদের জায়গা নিশ্চিত করতে পেরেছেন। তাঁর মধ্যে জাদেজা একজন। ফলে এই সময়ে ধোনির এমন সিদ্ধান্ত ভবিষ্যতকে চিন্তা করেই নেয়া বলে মনে করি।’

যদিও, ভারতের জাতীয় দলে এখনও রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক প্যানেলে রাখার ব্যাপারে কোনো আলোচনা নেই। তবে, ধোনি যাকে অধিনায়ক মানেন – তাঁর ক্ষেত্রে চাইলে বোর্ড এখন অন্তত আলাদা করে ভাবতেই পারে!

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link