ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল কোনটি? যে কেউ কোন ধরণের দ্বিধা ছাড়াই বলে দিতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স। কেননা আইপিএলের এক তৃতীয়াংশ শিরোপা তো তাঁদেরই দখলে। পাঁচ বার শিরোপা জয়ের স্বাদ পেয়েছ ফ্রাঞ্চাইজিটি। তবে এবার যেন মুদ্রার ভিন্ন পিঠটাও দেখা হয়ে যাচ্ছে তাঁদের।
আইপিএলে পঞ্চদশ আসরে এসে এখন পর্যন্ত খেলা নিজেদের পাঁচ ম্যাচের সবগুলো ম্যাচ হেরেছে মুম্বাই। পুরো একটা দল হিসেবে খেলা হয়ে উঠছে না মুম্বাইয়ের। দলের কেউ না কেউ হয়ত জ্বলে উঠছেন মাঝেসাঝে কিন্তু সবাই একসাথে পারফরম করে ম্যাচের ফলাফল নিজেরদের করে নিতে পারছেন না। ভক্ত-সমর্থকদের সবচেয়ে চিন্তা দলের অন্যতম কাণ্ডারি, দলনেতা রোহিত শর্মাকে নিয়ে।
রোহিত শর্মা, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ভুগছেন ফর্মহীনতায়। নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না। নিজের ইনিংসগুলো খুব একটা বড়ও করতে পারছেন না তিনি। অথচ তাঁর ব্যাটের উপর ভর করেই ম্যাচের গতিপথ নির্ধারিত হত। তিনিই দলকে বহুবার নিয়ে গিয়েছেন জয়ের বন্দরে। তবে এবারের মৌসুমে রোহিত আবদ্ধ হয়ে আছেন এক অদৃশ্য খোলসে।
এখন পর্যন্ত রোহিত পাঁচটি ম্যাচেই মুম্বাইয়ের ইনিংস উদ্বোধন করেছেন। তবে ঠিক রোহিত শর্মার দেখা মিলছে না। ধৈর্য্যশীল কিন্তু ধ্বংসাত্মক রোহিতকে খুঁজে পাওয়া যায়নি এখন অবধি। পাঁচ ম্যাচ খেলে রোহিতের রান মোটে ১০৮। গড়টা ২১.৬০। স্ট্রাইকরেট ১৩৩ এর একটু বেশি। তিনি যে মারতে পারেন তাঁর পক্ষে কথা বলে তাঁর স্ট্রাইকরেট। আর তাছাড়া তিনি যে ফর্মে থাকলে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালান তাও তো সবারই জানা।
তাইতো মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে রয়েছেন নির্ভার। অপেক্ষা করছেন সঠিক সময়ের। তিনি আস্থা রাখছেন তাঁর অন্যতম সেরা সেনানীর উপর। প্রশংসাও করছেন শীর্ষ্যের। জয়াবর্ধনে বলেন, ‘সে যেভাবে ব্যাটিং করে তা সত্যিই অসাধারণ। ব্যাটে-বলে সংযোগটা সে করতে পারছে ঠিকঠাক। শুরুটাও বেশ ভালই করছে সে। সেও নিশ্চয়ই আক্ষেপ করছে ভাল শুরু গুলোকে লম্বা করতে না পারায়।’
শুরুটা পাচ্ছেন, মেরেও খেলছেন এর প্রমাণ তাঁর স্ট্রাইকরেট। তবে নিজের ইনিংস গুলো খুব বেশি দীর্ঘায়িত করতে পারছেন না রোহিত। খুব দ্রুতই আউট হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলনে। তবে জয়াবর্ধনে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আমরা রোহিতকে লম্বা সময় ধরে ব্যাটিং করতে দেখেছি। ১৪-১৫ ওভার পর্যন্তও সে ব্যাটিং করেছে। সে একজন দারুণ মানের খেলোয়াড়। আমি তাঁর ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত না।’
মাহেলা জয়াবর্ধনে পূর্ণ আস্থা রাখছেন রোহিতের উপর। তবে রোহিতের ফর্মে ফেরাটা খুবই জরুরি। এবারের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বেশি দূর্বলতা রয়েছে বোলিংয়ে। ইনজুরির কারণে বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র জোফরা আর্চারকে পাচ্ছে না দলটি। এমন অবস্থায় বাকি থাকা বোলারদের উপর যেমন দায়িত্ব বেড়ে যায় তেমনি ব্যাটারদেরও দায়িত্ব বাড়ে বোলারদের একটু স্বস্তিদায়ক পরিস্থিতির সম্মুখীন হতে সহয়তা করা। আর যেহেতু বোলিং ইউনেট দিয়ে ম্যাচ বের করে আনার কোন উপায়ন্তর মিলছে না সেহেতু ব্যাটারদেরই তরী বন্দরে ভেড়ানোর দায়িত্ব নিতে হবে।
আর দায়িত্ব নেওয়ার জন্যে রোহিত শর্মার বলিষ্ঠ কাঁধ তো সবার থাকে না। যদিও মুম্বাইয়ের বাকি ব্যাটাররা নিজের কাজটা করে যাওয়ার আপ্রাণ চেষ্টাটা করে যাচ্ছে। ঈশান কিষান ও সুরিয়াকুমার যাদবের মত পরীক্ষিতরা নিজেদেরকে মেলে ধরছেন। অন্যদিকে তরুণ তুর্কি ডেওয়াল্ড ব্রেভিস নিজের দ্যুতি ছড়াচ্ছেন। অপেক্ষা শুধুই রোহিতের ফর্মে ফেরার। এরপর হয়ত দৃশ্যপট বদলে হয়ে যাবে আগের মত।