রোনালদোয় অনাস্থা ইউরোপের

সৌদি আরবের নাম না জানা এক ক্লাবের প্রায় ২৭৫ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন, না করে দিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারের আগ্রহী ক্লাবকেও। আর এদিকে ইউরোপের তাবৎ বড় বড় ক্লাবগুলো তাকে সাফ জানিয়ে দিয়েছে তোমাকে আমাদের দরকার নেই। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে সবার কাছে এখন শুধু একটাই প্রশ্ন কোথায় হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঠিকানা?

বিগত ২১-২২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড যখন জর্ডান সানচো এবং রাফায়েল ভারানকে দলে ভেড়ায় তখন ক্লাব সমর্থকরা তাদের দলের সাফ্যলের ব্যাপারে বেশ আশাবাদী হয়। ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসেন তখন তো সমর্থকরা শিরোপা জয়ের স্বপ্নে বিভোর হয়ে ওঠে।

ঘরের ছেলে ঘরে ফিরেছে তাই শিরোপার মুকুট এবার উঠবে ম্যানচেস্টার ইউনাইটেডের মাথায় এবং মুকুটের রত্ন হিসেবে রোনালদো আলোকিত করবেন দলকে এটাই ছিল রেড ডেভিল ভক্তদের মনের কথা। আলো তিনি ছড়িয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ছয়টি গোল করে। কিন্তু দলের অবস্থা নাজেহাল।

২২-২৩ মৌসুমকে সামনে রেখে নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড যখন নতুন করে দল সাজাচ্ছে তখনি বোমা ফাটালেন তিনি, ইউনাইটেডে আর নয় অন্য কোন ইউরোপিয়ান দল যারা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে সেখানেই যাবেন এই ৩৭ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার।

সুপার এজেন্ট জর্জ মেন্দেস যিনি কিনা রোনালদোর এজেন্ট ইতোমধ্যে ইউরোপের নামীদামি সব ক্লাবের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন। ইউরোপের বাইরে থেকেও অনেক ভাল ভাল প্রস্তাব এলেও রোনালদো জানিয়ে দিয়েছেন এখনও প্রায় চার বছর তিনি ইউরোপের সেরা দল গুলোতে খেলতে সক্ষম।

চেলসির নতুন মালিক টড বয়েলির সাথে মেন্দেসের যোগাযোগের কথা সকলেই জানতে পারে। দুইয়ে দুইয়ে চার অনেকেই এই হিসাব করে ফেলেন তবে চেলসিতেই যাচ্ছেন সি আর সেভেন? কিন্তু না চেলসির ম্যানেজার থমাস টুখেল এতে অসম্মতি দেন।

টুখেল বলেন এই মুহূর্তে তিনি আরো একজন আক্রমণভাগের খেলোওয়াড়কে দলে ভেড়াতে চান না, ইতি মধ্যে রাহিম স্টারলিং কে দলে ভিড়িয়েছেন তাই তার অগ্রাধিকার এখন দলের রক্ষণকে মজবুত করা। তিনি আরো বলেন” শুধু শুধু মন্তব্য করে তিনি গুজব ছড়াতে চান না তবে ভবিষ্যতে হয়তো আরও একজন আক্রমণ ভাগের খেলোওয়াড় দলে ভেড়াতে পারেন তবে তা যখন হবে তা সকলকে জানিয়ে দেওয়া হবে।

পিএসজির কাছেও রোনালদোর ব্যাপারে কথা বলেন জর্জ মেন্দেস। নাসের আল খেলাফি হয়তো তাকে দলে ভেড়াবেন আর পুরো ফুটবল বিশ্ব রোনালদো এবং মেসিকে একই দলে খেলতে দেখবে অনেকে সেই স্বপ্ন দেখতে শুরু করেন কিন্ত না এখানেও নিরাশ হতে হয় এই সুপার এজেন্টকে।

নতুন ম্যানেজার ক্রিস্টোফ গালতিঅ্যাঁরের অধীনে পিএসজি তাঁর পুরনো ভুলের পুনরাবৃত্তি করতে চায় না। রেইমস এর আক্রমণভাগের খেলোওয়াড় হুগো একিটিকে কে দলে ভেড়ানোতেই তাদের সকল মনোযোগ। আগের মত শুধু বড় নামওয়ালা তারকা ফুটবলার কেনার ভুল আর করতে চায় না দলটি।

ইউরোপের আরেক বড় ক্লাব বায়ার্ন মিউনিখের সাথেও রোনালদোর নাম উচ্চারিত হতে থাকে। লেওান্ডওস্কি বায়ার্ন ছেড়ে যে বার্সালোনাতে যাচ্ছেন সে খবর ইতোমধ্যে নিশ্চিত করা গেছে। আক্রমণভাগের জায়গা খালি এবং রোনালদো ওল্ড ট্রাফোর্ড ছাড়তে মরিয়া এ যেন সোনায় সোহাগা।

বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিক বলেন রোনালদো একজন দুর্দান্ত খেলোওয়াড় তবে এই মুহূর্তে তাকে বায়ার্ন দলে ভেড়াতে চায় না। বায়ার্ন কিংবদন্তি অলিভার কান যিনি বর্তমানে ক্লাবটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেন রোনালদোকে দলে ভেড়ানো ক্লাবটির দর্শন পরিপন্থী।

এই মৌসুমে রেড ডেভিলদের দল বদলের পরিকল্পনা দাগ কাটতে পারেনি রোনালদোর মনে। ক্লাবকে তিনি ভালবাসেন কিন্তু তাদের পরিকল্পনায় তার আস্থা নেই তাই তিনি ওল্ড ট্রাফোর্ড ছেড়ে চলে যেতে চান।

তিনি ইউরোপা লিগ খেলতে চান না। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে তিনি শুধু চ্যাম্পিয়ন্স লিগই খেলেছেন। এখনো এমন কোন দলে যেতে চান যারা তাকে সেই সুযোগ করে দিবে। কিন্ত ইউরোপের বাঘা বাঘা সব দল গুলো ইনিয়ে বিনিয়ে একটা কথাই বলছে – রোনালদো, তোমাকে আমরা চাই না। শেষমেশ তিনি ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকেন নাকি অন্য কোথাও যান সেটা সময়ই বলে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link