একজন মানুষের জীবনে প্রাপ্তি এবং অপ্রাপ্তির অনুভূতিগুলোর মধ্যে শ্রেষ্ঠ অনুভূতি হলো প্রেমের অনুভূতি। বলা হয়ে থাকে প্রথম প্রেম কখনো ভুলা যায় না। ঠিক তেমনি দেশের ক্রিকেটেও এমন একজন আছেন যার ব্যাটিং দেখে এ দেশের মানুষ প্রথম কোনো দেশীয় খেলোয়াড়ের প্রেমে পড়েছিল।
যার নাম শুনলেই দেশের ক্রিকেটপ্রেমীর অনুভব করে নস্টালজিয়ার এক রোমাঞ্চকর অনুভূতি, যার ব্যাটিং শৈলী মুগ্ধ করেছে দেশ বিদেশের বহু ক্রিকেট ভক্তকে, যার আক্রমনাত্মক ব্যাটিং দেখে বাংলাদেশ দল নিজেদের তুলনায় অনেক শক্তিশালী দলের বিপক্ষেও জয়ের স্বপ্ন দেখত, যিনি বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে নতুন রুপে পরিচয় করিয়েছেন, তিনিই হলেন বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের ‘আশার ফুল’ মোহাম্মদ আশরাফুল।
আজ মিরপুর একাডেমি মাঠে বহুদিন পর দেখা গেলো তাকে। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে খেলবেন বরিশাল বিভাগের হয়ে। সেই কারণেই, অন্যান্য দলের খেলোয়াড়দের মতো মাঠে এসেছিলেন নিজেকে ঝালিয়ে নিতে।
তিনি মাঠে ঢুকতেই যেন মাঠে অন্যরকম একটা চাঞ্চল্য। সবাই ছুটে আসলেন সেখানে। অ্যাশকে দেখতে পেয়েই তার কাছে ছুটে এসেছেন বহু নবীন এবং প্রবীণ সব বয়সী ক্রিকেটারেরাই। মাঠে ঢোকারকার সাথে সাথেই মাঠে উপস্থিত সকল খেলোয়াড়দের সাথে করেছেন করমর্দন। মাঠের সকল ক্যামেরাও যেন তাঁর দিকেই ঘুরে গেল।
বোঝা গেল, নিজের সুদিন হারিয়ে ফেললেও আজও সেই সোনালি সময়ের মতই স্টারডম আশরাফুলের। কিছুটা অনুশীলন করে নিজেকে ঝালিয়েও নিয়েছেন আশরাফুল। নিজ দলের খেলোয়াড়দের সাথে করেছেন ওয়ার্ম আপ। এছড়াও, মিরপুর একাডেমি মাঠের তপ্ত রোদে করেছেন ফিল্ডিং অনুশীলন। ক্যাচিং প্র্যাক্টিসের সময় একটি দুর্দান্ত ক্যাচও নিয়েছেন তিনি। যা দেখে দায়িত্বরত কোচও দিয়েছেন হাত তালি।
এ মাস থেকেই শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পুরো বিশ্ব টি টোয়েন্টির উত্তাপে পুড়ছে। তবে, দেশের ঘরোয়া ক্রিকেটে চলছে এক প্রকার টেস্ট মেজাজ। যার কারণ, এ মাসের ১০ তারিখ থেকে শুরু হতে যাওয়া এনসিএল।
একটা সময় দেশের ক্রিকেটের বহুল আলোচিত ক্রিকেটার আশরাফুল, বর্তমানে রয়েছেন অনেকটাই লাইম লাইটের বাহিরে। ঘরোয়া ক্রিকেটে তেমন ছন্দে না থাকায় এ বছরের বিপিএলে পাননি কোনো দলও। এ বছর শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগেও নেই কোনো উল্লেখযোগ্য পারফর্মেন্স। তাইতো, এবারের এনসিএলই হতে পারে অ্যাশের জন্য ফর্মে ফেরার এক সুবর্ণ সুযোগ।
এছাড়াও, সামনের বছরের শুরুর দিকেই বসতে যাচ্ছে ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টি-টোয়েন্টি। তবে, একই সময় বিশ্বের অন্যান্য জায়গায়ও ফ্র্যাঞ্চাইজি লিগের আসর বসার কারণে এবারের বিপিএলে সংকট দেখা দিতে পারে বিদেশি খেলোয়াড়ের।
এমনকি, গুঞ্জন রয়েছে আগেরবারের তুলনায় এবারের বিপিএলে বিদেশি খেলোয়ার নাকি কম খেলানো হবে। এমনটা হলে, প্রত্যেক দলে আধিক্য দেখা দিবে দেশীয় খেলোয়াড়ের। সেক্ষেত্রে, এবারের এনসিএলে ভালো পারফর্ম করলে বিপিএলের দরজা খুলে যেতে পারে এ সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়নের ।
একটা সময় বাংলাদেশের ক্রিকেটের মানেই ছিলো মোহাম্মদ আশরাফুল। লোকমুখে প্রচলিত ছিল, ‘আশরাফুলের ব্যাট হাসলেই হাসে গোটা বাংলাদেশ।’ তবে, বিবর্তনের ধারায় সেই দিন আর নেই। কিন্তু, বড় বড় দলগুলোর বিপক্ষে আশরাফুলের সেই দুর্ধর্ষ ব্যাটিংয়ের রেশ আজও রয়ে গেছে।