১২ বছর আগে আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণার পর থেকে বিতর্ক কম হয়নি বিশ্বকাপ আয়োজন নিয়ে। সেই বিতর্ককে এবার উসকে দিল এক আর্জেন্টাইন নারী সাংবাদিকের সাথে লাইভ সংবাদ উপস্থাপনের সময় ঘটে যাওয়া ডাকাতির ঘটনা।
বিশ্বকাপ চলাকালীন সকল বিদেশি দর্শক ও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে বলা জানানো হয়েছিল বিশ্বকাপ আয়োজক কমিটির পক্ষ থেকে। কিন্তু বিশ্বকাপ শুরু হতে না হতেই বিশ্বকাপ কাভার করতে আসা ডমিনিক মেটজার নামক এক আর্জেন্টাইন সাংবাদিক তার সাথে ঘটে যাওয়া ডাকাতির ঘটনা প্রকাশ করেছেন।
মেটজার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে ঘটে যাওয়া এই ভয়ানক ঘটনা প্রকাশ করেছেন। ফ্যানজোনে লাইভ ব্রডকাস্ট করার সময় ডাকাতির শিকার হন তিনি।
এক টেলিভিশন চ্যানেলে এই ভয়ানক অভিজ্ঞতা বর্ণনার সময় তিনি তার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টসহ মানিব্যাগ ডাকাতি হবার কথা জানান। কর্তৃপক্ষ খুব দ্রুতই ডাকাতি হওয়া ব্যাগ ও ডকুমেন্টস মেটজার এর কাছে ফিরিয়ে দেবার আশাবাদ ব্যক্ত করেছে।
বিশ্বকাপের শুরু থেকেই কাতার যেভাবে সমকামী নারী-পুরুষ, উভকামী এবং ট্রান্সজেন্ডার মানুষদের অধিকার দমন করে, সেটি বারবার উঠে আসছে আন্তর্জাতিক মিডিয়ায়। ‘এলজিবিটিকিউ’ সম্প্রদায়ের যারা কাতারে বিশ্বকাপ দেখতে যাবেন, তাদের নিরাপত্তা নিয়ে ইতোমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এছাড়া নারীদের ব্যাপারে কঠোর অবস্থান তো রয়েছেই। যা কাতারে বিশ্বকাপ কাভার করতে আসা নারী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আলোচনার খোড়াক যোগায়। আর্জেন্টাইন সাংবাদিকের সাথে ঘটে যাওয়া ডাকাতির ঘটনা সেসব আলোচনা আরেকটু উসকে দিলো বৈকি।