এমবাপ্পের উদ্ভট তিন শর্ত

মাঠের পারফরম্যান্সে কিলিয়ান এমবাপ্পে এখন সময়ের সেরা। ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে রীতিমতো উড়ছেন তিনি। চলতি মৌসুমে ইতোমধ্যে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে ১৯ গোল এবং পাঁচ অ্যাসিস্ট করেছেন এই তরুণ। এছাড়া বিশ্বকাপেও আট গোল করে জিতেছেন গোল্ডেন বুট। মাঠের বাইরে ততটা স্বস্তিতে নেই তিনি।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার দ্বারপ্রান্তে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু নাটকীয় সেই ট্রান্সফার সাগা শেষে ফরাসি ক্লাবেই থেকে যান তিনি। তবে নতুন চুক্তি করার সময় দলটিকে বিভিন্ন শর্ত দিয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও সেসব শর্ত পূরণ করেনি পিএসজি।

২০২৪/২৫ মৌসুম পর্যন্ত স্বদেশী ক্লাবের সাথে চুক্তি থাকলেও এখানে মোটেও সন্তুষ্ট নন ফ্রান্স স্ট্রাইকার। গুঞ্জন শোনা যাচ্ছে যে, চলতি মৌসুম শেষেই দল ছাড়তে চান তিনি। তবে বিদায় বলার আগে নাসের আল খেলাইফিদের আরেকটি সুযোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন করে নিজের তিন ইচ্ছের কথা প্রকাশ করেছেন এমবাপ্পে, যেগুলো পূরণ হলে হয়তো ক্লাবের সাথে সম্পর্ক দীর্ঘ করবেন।

কিলিয়ান এমবাপ্পের প্রথম ইচ্ছে নেইমার জুনিয়রকে ঘিরে। এই ব্রাজিলিয়ান তারকার সাথে এমবাপ্পের মনোমালিন্যের কথা জানা আছে ফুটবল পাড়ার সকলের। নেইমার নিজেও স্বীকার করেছেন যে, এমবাপ্পে তাঁকে পিএসজি ছাড়া করতে চায়। এছাড়া ম্যাচ চলাকালীন সময়েও দুই জনপ্রিয় স্টারকে পেনাল্টি নিয়ে দ্বন্দ্বে জড়াতে দেখা যায়।

মূলত কিলিয়ান এমবাপ্পের পছন্দের পজিশন লেফট উইং। কিন্তু নেইমারের মত দুর্দান্ত একজন উইঙ্গার থাকায় এমবাপ্পেকে খেলতে হয় স্ট্রাইকার হিসেবে। এই ব্যাপারটি মেনে নিতে পারেন নি তিনি, তাই তো নতুন করে ক্লাবের সাথে চুক্তি করার পর থেকেই নেইমারের ঠিকানা বদলাতে চাচ্ছেন এই তরুণ।

নেইমার জুনিয়রকে ক্লাব ছাড়া করতে উৎসুক হয়ে ওঠা এমবাপ্পেকে সন্তুষ্ট করার জন্য সেলেসাও স্টারকে বিক্রি করা এখন পিএসজির প্রাথমিক কাজ। তবে রেকর্ড ফি দিয়ে দলে ভেড়ানো নেইমারকে বিক্রি করা মোটেই সহজ হবে না তাঁদের জন্য।

শুধু নেইমারই নয়, কিলিয়ান এমবাপ্পে বিদায় দিতে চায় কোচ ক্রিস্টোফার গ্যাল্টিয়েরকেও। পিএসজির বর্তমান কোচের পারফরম্যান্সে খুশি নন কিলিয়ান, তাই তাঁকে পার্ক দ্য প্রিন্সেস ছাড়া করতে চান এই তরুণ। আর এই কোচের পরিবর্তে জিনেদিন জিদানকে পছন্দ তাঁর। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তির হাতে দলের দায়িত্ব তুলে দিলে ফ্রান্সেই থাকবেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

বর্তমানে কোন দলের দায়িত্ব হাতে নেই জিনেদিন জিদানের। তাঁর বাসনা আপাতত ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া, এজন্য কিছুদিন আগেও পিএসজির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সবমিলিয়ে জিজুকে নিজেদের ডাগ আউটে আনা কঠিনই হবে দলটির জন্য।

জিনেদিন জিদানের মতই আরেকজনকে প্যারিস শিবিরে আনার জন্য টিম ম্যানেজম্যান্টের কাছে দাবি জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই বিশেষ ব্যক্তিটি টটেনহ্যাম হটস্পারের পোস্টার বয় হ্যারি কেইন। প্রিমিয়ার লিগে খেলা হ্যারি কেইনকে নিজের সতীর্থ হিসেবে চান এমবাপ্পে। ইংলিশ ম্যানের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে যথেষ্ট আগ্রহী তিনি। অবশ্য টটেনহ্যাম তাঁদের স্টারম্যানকে ছাড়তে চাইবে না সেটা বলাই যায়।

সব মিলিয়ে এটা অন্তত পরিষ্কার যে, কিলিয়ান এমবাপ্পের ইচ্ছে পূরণ এই মুহুর্তে অন্তত চাইলেই করতে পারবে না প্যারিস সেন্ট জার্মেই। তবে নিজেদের গোল্ডেন বয়কে হারানোর ভয়ে সব চেষ্টাই হয়তো করবে দলটি। কিন্তু সেসব চেষ্টা সফল হবে কি না সেটি সময়ই বলে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link