নাগপুর টেস্ট শুরু হতে না হতেই বিতর্কও দানা বেঁধে উঠেছে যেন। নায়ক কিংবা খলনায়ক দু’জনই যেন এখানে ইনজুরি কাটিয়ে ফেরা রবীন্দ্র জাদেজা। বল হাতে সাফল্য যেমন পেয়েছেন, তেমনি নিন্দুকেরা দাবি করছেন বল টেম্পারিং করেই মিলেছে সেই সাফল্য।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে দারুণ ফর্মে আছে দুই ফেবারিট ভারত এবং অস্ট্রেলিয়া। কোনো অঘটন না ঘটলে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। তবে এর আগে বোর্ডার – গাভাস্কার ট্রফিতে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতের মাটিতে মুখোমুখি হবে দুদল।
নাগপুরে প্রথম টেস্টের আগে পিচ নিয়ে কথা হচ্ছিল বিস্তর। চিরায়ত স্পিননির্ভর পিচই বানিয়েছে স্বাগতিকরা। তবে ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া চমক দেখিয়েছে একাদশ নির্বাচনে।
গত বারো মাসে তাঁদের সেরা ব্যাটার ট্রাভিস হেডকে বাদ দিয়ে একাদশ সাজিয়েছে তাঁরা। সুরিয়াকুমার যাদবের পাশাপাশি এই টেস্টে অভিষেক হয়েছে অজি স্পিনার টড মারফির। প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি ম্যাচ না খেললেও এর মাঝেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।
প্রথম দিন শেষে অবশ্য চালকের আসনে রোহিত শর্মার দল। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে থিতু হতে পারেননি কোনো অজি ব্যাটার। মাত্র ১৭৭ রানে অল আউট হয়ে যায় সফরকারীরা যা কিনা ২০১৬ সালের পর থেকে প্রথম ইনিংসে অজিদের সর্বনিম্ন সংগ্রহ।
বল হাতে মূলত নেতৃত্ব দিয়েছেন ছয় মাস পর খেলতে নামা জাদেজাই, তাঁর আর্ম বল আর গতির হেরফের বুঝতেই পারেননি অজি ব্যাটাররা। জবাব দিতে নেমে রোহিত শর্মার ব্যাটে চড়ে ৭৭ রান তুলেছে স্বাগতিকরা।
একই পিচে অজি ব্যাটাররা যেখানে হাঁসফাঁস করেছেন, সেই পিচেই নিবিষ্ট মনে রান করে গেছেন ভারতীয় অধিনায়ক। তবে ভারতের জন্য একমাত্র আফসোসের জায়গা দিন শেষের এক ওভার আগে লোকেশ রাহুলের আউট হয়ে যাওয়া।
তবে খেলা চলাকালীন সময়ের এক ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে উভয় শিবিরেই। ম্যাচের একপর্যায়ে বল নিয়ে কিছু একটা করতে দেখা যায় রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ সিরাজকে যা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অজি অধিনায়ক টিম পেইন। ঘটনার সূত্রপাত অজিদের ১২০ রানের সময়, ততক্ষণে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের পাঁচ ব্যাটার।
অ্যালেক্স ক্যারি এবং পিটার হ্যান্ডসকম্ব মিলে চেষ্টা করছেন ধবংসস্তুপ থেকে দলকে টেনে তোলার। ভিডিওতে দেখা যায় সাইড লাইন থেকে ক্রিম নিয়ে দৌড়ে আসছেন সিরাজ। এরপরেই ক্রমটি তর্জনীতে ঘষে বল করতে শুরু করেন জাদেজা।
এই ভিডিও এক সমর্থক টুইটারে শেয়ার করার পাশাপাশি ট্যাগ করেন টিম পেইনকে। পেইনও তাৎক্ষণিক জবাব দেন, ইন্টারেস্টিং! ফক্স ক্রিকেট তো পুরো ঘটনারই তদন্তের দাবি তুলেছে। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট সম্পূর্ণরূপে অস্বীকার করেছে এই ঘটনা।
তাঁরা জানিয়েছেন বল টেম্পারিং নয়, বরং জাদেজার হাতের ব্যথা কমানোর জন্যেই ক্রিম লাগানো হয়েছিল। টানা বল করায় সদ্য ইনজুরি থেকে ফেরা জাদেজা নাকি হাতে ব্যথা অনুভব করছিলেন।
বল বিকৃতির ঘটনা টেস্ট ইতিহাসে নতুন নয়। বিভিন্ন সময়ে দলগুলো চেষ্টা করেছে অবৈধভাবে সুযোগটা নিতে, কথিত আছে পাকিস্তানিরা রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন বল টেম্পারিংকে। যাকে নিয়ে অভিযোগ সেই জাদেজা অবশ্য এসবকে পাত্তাই দিচ্ছেন না।
তিনি বলেন, ‘ছয় মাস পর টেস্টে মাঠে নেমে পারফর্ম করাটা বেশ কঠিন। আমি দলে ফিরতে কঠোর পরিশ্রম করেছি। এখানে আসার আগে রঞ্জিতে ম্যাচ খেলেছি এবং প্রায় ৪২ ওভার বল করেছি। এটা আমার আত্নবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।’