আমিনুল ইসলাম বিপ্লবের বোলিংটা বেশ মনোযোগ দিয়ে দেখলেন ক্যাম্পে থাকা কোচরা। এরপর নিজের মোবাইলটা পকেট থেকে বের করে ভিডিও করতে শুরু করলেন রঙ্গনা হেরাথ। তারপর সেটা আবার দেখানো হল লেগ স্পিনার বিপ্লবকে। এরমাধ্যমেই শেষ হল স্পিন বোলিং ক্যাম্পের দ্বিতীয় দিন।
এর আগেও স্পিনারদের নিয়ে একটি ক্যাম্প করা হয়েছিল। সে সময় বিপ্লবের রান আপ নিয়ে কিছু সমস্যা চোখে পড়েছিল এই কোচদের। তারপর হেরাথ ও তাঁর দল বিপ্লবকে একটা সমাধান বাতলে দেন। বোলিং রান আপ ও ফলো থ্রুতে ছোটখাটো কিছু পরিবর্তন আনেন এই লেগি। আর তাতেই এখন আগের থেকে অনেক বেশি স্পিন করাতে পারছেন বল।
অনেকটা তড়িঘড়ি করেই স্পিন বোলিং ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। সারাদেশের বেশ কয়েকজন সম্ভাবনাময় স্পিনারকে নিয়েই এই বিশেষ ক্যাম্প। তবে এবার লেগ স্পিনারদের দিকেই বেশি মনোযোগ। বিশেষ করে আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে আলাদা করে কাজ করছেন স্পিন বোলিং কোচরা।
এমনকি বিসিবি থেকেও বার্তা আছে ভালো মানের লেগ স্পিনার খুঁজে বের করার। এর কারণ হিসেবে জানা যায় বাংলাদেশ নতুন হেড কোচ চান্দিকা হাতুরিসিংহে। বাংলাদেশে আসার আগেই বোর্ডকে লেগ স্পিনারের ব্যাপারে বলেছেন এই কোচ। সেজন্যই যে করেই হোক ভালো মানের লেগ স্পিনার জোর খোঁজ চালাচ্ছে বিসিবি। আর স্পিন বোলিং ক্যাম্পও এই পরিকল্পনার একটি অংশ বলেই শোনা যায়।
যদিও আমিনুল ইসলাম বিপ্লবের মত লেগ স্পিনার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলার সুযোগই পাননা বলা যায়। বাংলাদেশের হয়ে এই লেগি খেলেছেন দশটি টি-টোয়েন্ট ম্যাচ। সেখানে তাঁর ঝুলিতে উইকেট আছে ১২ টি। ইকোনমি রেটও আটের কম।
তবুও বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোন ফ্র্যাঞ্চাইজিই তাঁকে দলে ভেড়ায়নি। ফলে ম্যাচ খেলার যথেষ্ট সুযোগ পাননা বিপ্লবরা। ফলে বাংলাদেশেরও আর আন্তর্জাতিক মানের লেগ স্পিনার পাওয়া হয়ে উঠেনা। তবে বাংলাদেশে আবার হেড কোচ হয়ে আসতে চলা হাতুরুসিংহে তাঁর দলে লেগ স্পিনার চান। সেজন্যই বিপ্লবদের নিয়ে এমন উঠে পড়ে লাগা।
বিপ্লবের সাথে ঠিক কী নিয়ে কাজ করছিলেন এমন প্রশ্নের উত্তরে রঙ্গনা হেরাথ বলেন, ‘বিপ্লবের সাথে আমি শুধু আজকে নয়, বেশ অনেক মাস ধরেই কাজ করছি। সে বাংলাদেশের হয়েও খেলেছে। আমার বিশ্বাস সে আবার ফিরে আসবে। আর আমরা ওর বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেছি। টেকনিক্যালি খুব ছোট কিছু পরিবর্তনও এনেছি।’
এছাড়া এই ক্যাম্পে বাকি স্পিনারের অ্যাকুরেসি নিয়েই বেশি মনোযোগ দিচ্ছেন কোচরা। একজন স্পিনার নির্দিষ্ট জায়গায় বল ফেলতে পারেন কিনা এবং কী করে স্পিন আরো বাড়ানো যায় এসব নিয়েও জোর দেয়া হচ্ছে এই ক্যাম্পে।
এছাড়া এমন ক্যাম্প প্রায়ই আয়োজন করার ইচ্ছা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এবার হচ্ছে স্পিন বোলিং ক্যাম্পের দ্বিতীয় পর্ব। আবার রঙ্গনা হেরাথের ফাঁকা সময় পাওয়া গেল লোকাল স্পিনারদের নিয়ে আয়োজন করা হবে ক্যাম্পের।
রঙ্গনা হেরাথের সাথে এই ক্যাম্পে কাজ করা আরেক স্পিন বোলিং কোচ রেজাউল ইসলাম রাজন বলেন, ‘এর আগেও আমাদের একটা ক্যাম্প হয়েছিল। সেই ক্যাম্পের অনেকেই এবারো আছে। ওরা এখন দারুণ শেপে আছে। আমরা কিছু কাজ দিয়েছিলাম। ওরা সেগুলো নিজেদের মতে করেছে এবং এখন সেটার ফলাফলও দেখা যাচ্ছে। এবারো আমরা সবাইকে নিয়ে কাজ করছি। প্রয়োজন হলে ওরা আমাদের সাথে অনলাইনেও যোগাযোগ করতে পারবে। সবসময়ই ওরা আমাদের টাচে থাকবে। আমাদের লক্ষ্য এখান থেকেই বাংলাদেশ দলে স্পিনার সাপ্লাই হবে।’