যুজবেন্দ্র চাহালের ক্যারিয়ারটা বড্ড অদ্ভুত। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট তাঁর। অথচ এই ফরম্যাটের বিশ্বকাপে একটি ম্যাচেও সুযোগ পাননি তিনি। দলের নিয়মিত মুখ হয়েও স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুটি বিশ্বকাপে।
অবশ্য শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ মিলেছিল এ লেগির। তবে একাদশে ঠাই হয়নি একটি ম্যাচেও। ২০২২ এর এশিয়া কাপ থেকেই অফফর্মে ছিলেন। তারপরও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। কিন্তু চাহালের অন্তর্ভুক্তিতে ফর্মে থাকা এক লেগস্পিনার সেবার বাদ পড়েছিলেন। চাহালকে দলে ধরে রাখার জন্য এমন বেশ ক’জন লেগিই ভিন্ন ভিন্ন সময়ে ভারতীয় স্কোয়াডে ব্রাত্য থেকেছেন। চলুন সেই সব লেগিদের দিকেই দৃষ্টি দেওয়া যাক।
- রবি বিষ্ণয়
এশিয়া কাপেও দারুণ ছন্দে ছিলেন এ লেগ স্পিনার। বরং চাহালকে ছাপিয়ে দলের প্রধান প্রাণভোমরা তিনিই হয়ে উঠছিলেন। কিন্তু বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় দেখা গেল, রবি বিষ্ণয় স্কোয়াডে নেই, আছেন চাহাল।
অজানা কোনো এক কারণে এরপরে আর ভারতের স্কোয়াডে সুযোগ মেলেনি বিষ্ণয়ের। অথচ তরুণ এ লেগি হতে পারতেন দলের ট্রাম্প কার্ড। অবশ্য সে সুযোগ এখনও ফুরিয়ে যায়নি। ভবিষ্যৎ বিবেচনায় এখনো নিশ্চয় নির্বাচকদের রাডারে রয়েছেন বিষ্ণয়।
- কুলদ্বীপ যাদব
২০২০ সাল পর্যন্ত ভারতের একাদশে কুলদ্বীপ যাদব নিয়মিতই ছিলেন বলা যায়। কিন্তু হঠাতই এক ইনজুরিতে দল থেকে দীর্ঘ সময়ের জন্য বাদ পড়ে যান। এরপর দলে ফিরেছেন অবশ্য। কিন্তু নিজের রেখে দেওয়া জায়গা আর ফিরে পাননি।
যদিও বাংলাদেশের বিপক্ষে টেস্টে ৮ উইকেট নিয়ে আবারো পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। এ ছাড়া নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও নিজের পারফর্ম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন। এই মুহূর্তে যেমন ফর্মে রয়েছেন তাতে চাহালের একাদশে থাকা এখন এক প্রকার অনিশ্চিতই বটে। তবে দিনশেষে এ সব কিছুর ভাগ্যই যে আটকে থাকে টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকদের হাতে।
- রাহুল চাহার
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে চাহালের পরিবর্তেই রাহুল চাহারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু সেই রাহুল চাহারকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ধৈর্যচ্যুতি ঘটে তাড়াহুড়োতেই। মাত্র ৬ টি টি-টোয়েন্টি ম্যাচের পরই তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। অথচ পর্যাপ্ত সুযোগ পেলে দলে দারুণ অবদান রাখতে পারতেন এ লেগস্পিনার। কিন্তু সেই সুযোগটাই যে তিনি পাননি।
- ওয়াশিংটন সুন্দর
ওয়াশিংটন সুন্দর অবশ্য রাহুল চাহারের চেয়ে বেশিই সুযোগ পেয়েছেন। কিন্তু সেই সব সুযোগ গুলোর এসেছে বিরতি দিয়ে। ভারতীয় দলে টানা সুযোগ তিনি পাননি। দলে থাকার এমন অধারাবাহিকতার নেতিবাচক প্রভাব পড়েছে পারফরম্যান্সেও। ব্যাটে, বলে- কোনোটাতেই তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত হতে পারেননি।
তবে টিম ম্যানেজমেন্টের সমর্থন পেলে দলের জন্য দারুণ এক সম্পদ হতে পারতেন ওয়াশিংটন সুন্দর। অবশ্য ২৩ বছর বয়সী এ বোলিং অলরাউন্ডারের সামনে এখনো দলের ফেরার রাস্তা খোলা রয়েছে। ভবিষ্যতে চাহালের জায়গাতেই সুযোগ মিলতে পারে তাঁর।
- বরুণ চক্রবর্তী
আইপিএল ও তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্সের ফলস্বরূপ জাতীয় দলে নিজেকে আবিষ্কার করতে পেরেছিলেন বরুণ চক্রবর্তী। মূলত আইপিএল দিয়েই নজর কাড়েন তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক মৌসুমে ১৮ উইকেট নিয়ে আসার আলো দেখাচ্ছিলেন বরুণ। ২০২১ আইপিএলে তিনি সে কীর্তি গড়েন। এরপরই মূলত শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তাঁর।
শুরুর সিরিজটাতে ভালই করেন তিনি। মিডল ওভারে বল করা বরুণ নিজের ইকোনমি রেটটা রেখেছিলেন পাঁচের ঘরে। কিন্তু তিনি নিজের সেই পারফরমেন্সের ধারা ধরে রাখতে পারেননি। অগ্যতা তিনি ছিটকে যান জাতীয় দল থেকে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পর্যাপ্ত প্রস্তুতি তাঁর ছিল না বলাই যায়। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল একটি উইকেটের দেখা পান তিনি।