বোর্ডার- গাভাস্কার ট্রফির ইন্দোর টেস্ট নিয়ে জলঘোলা কম হয়নি। মাত্র আড়াই দিনে শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের পিচকে ‘বাজে পিচ’ বলে আখ্যায়িত করেছিলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইন্দোরের পিচের ভাগ্যে তিনটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছিলো। আইসিসির সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেই আপিলের পর এবার নিজেদের সিদ্ধান্ত বদলে ফেললো আইসিসি।
ইন্দোর পিচকে বাজে পিচ বলে রায় দেবার পর এবার সিদ্ধান্ত পরিবর্তন করে ‘গড়পরতা’ বলে রায় দিয়েছে। প্রথম দুই টেস্টে সহজ জয়ের পর তৃতীয় টেস্টে স্পিন সহায়ক পিচ প্রস্তুত করেছিলো ভারত। কিন্তু ইন্দোরে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়ে টেস্ট হারে নয় উইকেটে।
ইন্দোর টেস্টের প্রথম দুইদিনেই পড়ে ৩১ উইকেট। যার মধ্যে ২৬ টিই ছিল স্পিনারদের দখলে। টেস্টের একেবারে প্রথম দিনের প্রথম সেশন থেকেই টার্ন করছিলো বল প্রথম দিনের গড় টার্ন ছিলো ৪.৮ ডিগ্রি। তাই এমন পিচের ওপর যে আইসিসির ডিমেরিট পয়েন্টের খড়গ নেমে আসবে তা মোটামুটি নিশ্চিত ছিল। ম্যাচ শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের রিপোর্ট অনুযায়ী ইন্দোরকে তিন ডিমেরিট পয়েন্ট দেবার সিদ্ধান্ত নেয় আইসিসি।
বিসিসিআই এর আপিলের পর আইসিসির আপিল প্যানেল ইন্দোর টেস্টের ফুটেজ নিয়ে আলোচনা বসে। সেই আপিল প্যানেলে ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান ও আইসিসি মেন্স ক্রিকেট কমিটির সদস্য রজার হার্পার। ইন্দোর টেস্টের ফুটেজ পুনরায় পর্যবেক্ষণের পর ‘বাজে’ রায় তুলে নিয়ে ‘গড়পরতা’ রায় দেবার সিদ্ধান্ত নেয় আপিল প্যানেল। এছাড়াও তিন ডিমেরিট পয়েন্টের জায়গায় এক ডিমেরিট পয়েন্ট দেবার সিদ্ধান্তও নেন তারা।
আপিল প্যানেলের দুই প্যানেলিস্টই মনে করেন, ‘বাজে’ পিচ বলে রায় মত এতটাও বাজে ছিল না ইন্দোরের পিচ। বাজে পিচের রায় পেতে যতটুক অসমান বাউন্স থাকা প্রয়োজন তার চেয়ে কম ছিলো ইন্দোরে।
ভারতের পাতা ফাঁদে ভারতকেই ফেলে ইন্দোর টেস্ট জিতে সিরিজে ফিরেছিলো অস্ট্রেলিয়া। ইন্দোর টেস্ট জেতার মাধ্যমেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত হয় অজিদের। জুনে ইংল্যান্ডের ওভালে এই ভারতের বিপক্ষেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হবে অজিরা।