দলের আর্থিক অবস্থা ভালো না। এর মধ্যে দলের বিভিন্ন পজিশনে খেলোয়াড় দরকার। সাথে যোগ হয়েছে ক্লাব ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসির বার্সায় ফেরার সম্ভাবনা। সব মিলিয়ে আর্থিক এই টানাপোড়েন মোকাবেলায় বেশ হিমশিমই খাচ্ছে কাতালানরা।
তাই আর্থিক এই অবস্থার কথা মাথায় রেখে তরুণ খেলোয়াড় দলে ভেরানোর দিকে ঝু্ঁকছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড ভিতর রোকের পর উরুগুয়ের আরেক তরুণ ফাব্রিসিও দিয়াজের দিকেও নজর রাখছে বার্সেলোনা।
লাতিন আমেরিকার ফুটবলকে বলা হত প্রতিভার খনি। দারুণ সব ফুটবলীয় প্রতিভার জন্ম দিয়ে এসেছে দক্ষিন আমেরিকার ফুটবল। ইউরোপের ক্লাব গুলোরও তীক্ষ্ম নজর থাকে তাই লাতিনের ফুটবলে। এই মৌসুমের শুরু থেকেই ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড ভিতর রোকের প্রতি আগ্রহ দেখাতে থাকে বার্সা। ব্রাজিলের এই তরুণের স্বপ্নের ক্লাবও বার্সেলোনা। তাই সামনের মৌসুমে ভিতর রোকের ন্যু ক্যাম্পে আসার আলোচনা এগিয়েছে অনেকটাই।
রোকের পর এবার লাতিনের আরেক প্রতিভা ফাব্রিসিও দিয়াজের দিকে নজর বার্সেলোনার। উরুগুয়ে অনুর্ধ্ব ২০ হলের হয়ে মাঠ মাতানো দিয়াজকে দলে ভেরাতে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে কাতালনরা। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানাচ্ছে, দিয়াজের ন্যু ক্যাম্পে আসা নিয়ে আলোচনা এগিয়ে নিতে এরই মধ্যে দিয়াজের এজেন্টের সাথে আলোচনায় বসেছে বার্সা।
ফাব্রিসিও দিয়াজ বর্তমানে খেলছেন নিজ শহরের ক্লাব লিভারপুল এফসি মন্টেভিডিওতে। দিয়াজকে দলে ভেরাতে ছয় মিলিয়ন ইউরোর মত খরচ করতে হতে পারে বার্সেলোনাকে। যদিও এখনো সব আলোচনাই প্রাথমিক পর্যায়ে, সব মিলিয়ে উরুগুয়ের এই তরুণের ন্যু ক্যাম্পে আসার সম্ভাবনা প্রবল।
সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে থাকেন দিয়াজ৷ বার্সা অধিনায়ক সার্জিও বুস্কেটস এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। তাই বুস্কেটসের জায়গায় তরুণ কাউকে গড়ে তুলতে চাইছে বার্সা ম্যানেজমেন্ট।
যদিও সব কিছুই নির্ভর করছে বার্সেলোনার আর্থিক পরিস্থিতির ওপর। লিওনেল মেসিকে দলে ভেরানো সহ নতুন আরো কিছু খেলোয়াড় দলে ভেরাতে আর্থিক এই দুরবস্থা ও লা লিগার নীতিমালা বার্সাকে সামাল দিতে হবে খুব দ্রুতই।