মালিকানা পরিবর্তনের পরই নেইমারের দিকে ঝুঁকবে ম্যানইউ

ইনজুরির কারণে মৌসুম শেষ হয়ে গেছে ইতোমধ্যেই। পিএসজির জার্সি গায়ে হয়তো সর্বশেষ ম্যাচটাও খেলে ফেলেছেন নেইমার। কিন্তু বন্ধু মেসির নতুন গন্তব্য হিসেবে বার্সেলোনা প্রায় চূড়ান্ত হলেও এখনো নিশ্চিত নয় পিএসজি ছেড়ে কোন ক্লাবে যাবেন নেইমার। চেলসি এতদিন নেইমারকে কেনার ব্যাপারে এগিয়ে থাকলেও ফরাসি গণমাধ্যম গুলোর দাবী নেইমারকে পেতে বেশ কোমড় বেঁধেই নামতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকেতোর দাবী, নেইমারকে দলে ভেরাতে এরই মধ্যে কাজ এগিয়ে নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমনকি গত শীতকালীন দলবদলের সময় থেকেই নেইমারের ওপর নজর রাখছে ইউনাইটেড। আপাতত ম্যানইউয়ের মূল সমস্যা মালিকানা পরিবর্তন ইস্যু। ক্লাবটির মালিকানা বিক্রি হতে পারে এক কাতারি ধনকুবেরের কাছে।

আসছে গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবের মালিকানা পরিবর্তম সম্পন্ন হলে নেইমারকে কেনার ব্যাপারে চূড়ান্ত কাজ শুরু করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। গোড়ালির ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে যাওয়া নেইমারকে পিএসজি যে বিক্রি করে দিতে চায় তা মোটামুটি নিশ্চিত।

এই মূহুর্তে নেইমারের মার্কেট ভ্যালু ৭০ মিলিয়ন ইউরো। ২০২৭ সাল পর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে চুক্তি আছে নেইমারের। নেইমারকে দলে ভেরাতে তাই বড় ধরণের প্রস্তাবই দিতে হবে যেকোনো দলকে। চেলসি আর ম্যানইউই আপাতত সবচেয়ে সম্ভাব্য গন্তব্য বলে মনে করা হচ্ছে।

গণমাধ্যম গুলোর মতে, ম্যানইউ কোচ এরিক টেন হাগ একজন বড় সুপারস্টারকে সাইন করাতে চান দলে। ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানইউ ছাড়ার পর দল ভালো করলেও সেই অর্থে সুপারস্টার নেই দলটিতে। তাই নেইমারকে দলে ভিরিয়ে সেই অভাব পূরণ করতে চাইতে পারেন টেন হাগ।

ট্রানজিশনের সময় পার করে এখন দলটাকে অনেকটাও গুছিয়ে এনেছেন টেন হাগ। প্রায় নিয়মিতই ম্যানইউ খেলছে চ্যাম্পিয়ন্স লিগে। তাই ম্যানইউতে যোগ দিলে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ থাকবে নেইমারের সামনে। আর রাশফোর্ড, ক্যাসেমিরোদের সাথে নেইমার যুক্ত হলে চ্যাম্পিয়ন্স লিগেও ফেভারিট হিসেবেই খেলবে রেড ডেভিলরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link