জয়সওয়ালের টর্নেডোতে সহজ জয় রাজস্থানের

টুর্নামেন্ট জুড়েই নিজের যশ দেখাচ্ছেন যশস্বী জয়সওয়াল। তাঁর রুদ্রমূর্তির দেখা মিললো আরো একবার। রাজস্থান বোলারদের দারুণ বোলিংয়ের পর জয়সওয়াল রীতিমতো সুনামি বইয়ে দিয়েছেন কলকাতা বোলারদের ওপর। ১৩ বলে ফিফটির পর ৪৭ বলে করেছেন ৯৮ রান। রাজস্থানও পেয়ছে ৪১ বল হাতে রেখে নয় উইকেটের সহজ জয়।

ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে কলকাতার সূচনাটা খুব একটা ভালো হয়নি। দলীয় ১৪ রানেই ট্রেন্ট বোল্টের শিকার হয়ে সাজঘরে ফেরেন ইনফর্ম জেসন রয়। নিজের পরের ওভারেই গুরবাজকে নিজের দ্বিতীয় শিকার বানান বোল্ট। এরপর কেকেআর কিছুটা ঘুরে দাঁড়ায় ভেন্কাটেশ আইয়ার ও অধিনায়ক নিতীশ রানার ব্যাটে।

৪৮ রানের পার্টনারশিপ গড়ে ২২ রান করে চাহালের শিকার হন রানা। অন্য প্রান্তে আইয়ার তুলে নেন হাফ সেঞ্চুরি। ৪২ বলে চার ছক্কা ও দুই চারে ৫৩ রান করেন আইয়ার। এই জুটি ভাঙার পর উইকেটে থিতু হতে পারেননি আর কেউ।

 

এদিন আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরাও ব্যর্থ হলে ১৪৯ রানের মাঝারি সংগ্রহ পায় কলকাতা। রাজস্থানের পক্ষে চার উইকেট নেন চাহাল আর তিন উইকেট শিকার ট্রেন্ট বোল্টের। আজই আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষে উঠেছেন যুবেন্দ্র চাহাল।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রাজস্থানের সূচনাটা হয় বিধ্বংসী। কলকাতা অধিনায়ক নিতীশ রানার করা প্রথম ওভারে ২৬ রান তোলেন যশস্বী জয়সওয়াল। প্রথম দুই বলেই হাঁকান ছক্কা।

সেই মোমেন্টাম পুরো ইনিংসে হারাননি জসওয়াল। মাত্র ১৩ বলেই তুলে নেন অর্ধশতক। যা আইপিএলের ইতিহাসেরই দ্রুততম। অন্যপ্রান্তে জস বাটলার শূন্য রানে আউট হলেও একটুও থামেনি জসওয়াল ঝড়।

 

কলকাতা বোলারদের রীতিমতো অসহায় বানিয়ে ছেড়েছেন জসওয়াল। একটা সময় ১৪৯ রানের লক্ষ্যে খেলতে নামলেও জয়সওয়ালের সেঞ্চুরিটাও খুব বেশি দূরে মনে হচ্ছিলো না।

তবে শেষ পর্যন্ত ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। তাঁর ইনিংসে ছিলো পাঁচটি ছক্কা ও ১৩ টি চারের মার। টুর্নামেন্টে নিজের অবিশ্বাস্য ফর্ম ধরে রাখলেন এই ব্যাটার।

অন্যপ্রান্তে অধিনায়ক সানজু স্যামসন ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকলে ৪১ বল হাতে রেখে নয় উইকেটের সহজ জয় পায় রাজস্থান। এই জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রাজস্থান রয়্যালস।অন্যদিকে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে কলকাতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link