আঙুলের চোটে পড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। তবে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, শুধু আয়ারল্যান্ড সিরিজ নয়, আগামী ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
ফলত, আফগানিস্তানের বিপক্ষে আগামী টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে সাকিবকে দলে পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশ দলের জন্য এটা বড় দুশ্চিন্তাই বটে।
মূলত আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন সাকিব আঙুলে এ চোট পান। চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে এ ম্যাচে ফিল্ডিংয়ের সময় মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
এরপর অবশ্য সাকিব ব্যাটিং করেছেন। তখন তেমন কিছু না বোঝা গেলেও পরবর্তীতে জানা যায়, সাকিবের সেই আঙুলে ধরা পড়েছে ফ্র্যাকচার।
এ নিয়ে বিসিবি’র ফিজিয়ো বায়েজাদুল ইসলাম খান জানিয়েছেন, ‘এক্স রে রিপোর্টে সাকিবের তর্জনী আঙুলে একটা চিড় ধরা পড়েছে। এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত ৬ সপ্তাহ লাগে।’
অর্থাৎ ফিজিওর কথাতেই পরিস্কার যে, আপাতত একটা লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা অবশ্য খুব একটা ভাল যায়নি সাকিবের। বল হাতে ছিলেন উইকেট শূন্য। আর ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ২৬ রানেই সাজঘরে ফিরে যেতে হয় তাঁকে।
তবে সাকিবের অনুজ্জল দিনেও উজ্জ্বল ছিল বাংলাদেশ। নির্ধারিত ৪৫ ওভারে আইরিশদের দেওয়া ৩২০ রানের বড় লক্ষ্য এ দিন টাইগাররা টপকে যায় শান্ত, তাওহীদ হৃদয়দের কল্যাণে। শান্তর শতক, তাওহীদ হৃদয়ের ফিফটি আর মুশফিকের ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ।
অবশ্য সিরিজ নিশ্চিত করতে হলে পরের ম্যাচেও জয় পেতে হবে টাইগারদের। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ জয়ের মিশনে রবিবার চেমসফোর্ডে আবারো আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ।