পাকিস্তান ক্রিকেট বোর্ডের মসনদ থেকে রমিজ রাজাকে সরিয়ে দিয়ে নাজাম শেঠিকে বসানোর পর থেকেই দুজনের দ্বন্দ্বের শুরু। এরপর বিভিন্ন সময় একে অপরকে লক্ষ্য করে কথার বোমা ফেলেছেন বারবার। এবার নাজাম শেঠির মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পাকিস্থান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি রমিজ রাজা।
এশিয়া কাপ আয়োজন নিয়ে জলঘোলা কম হচ্ছে না। ভারত পাকিস্তানে খেলতে যাবে না এমনকি হাইব্রিড মডেলেও এশিয়া কাপ হওয়া সম্ভব নয়। তাই কদিন আগেই ভারতের একটি সংবাদ মাধ্যমকে নাজাম শেঠি বলেন, ‘এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু হতে পারে ইংল্যান্ড।’
নাজাম শেঠির এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে পাকিস্তানে। কারণে পাকিস্তানের বাইরে অন্য কোথাও এশিয়া কাপ আয়োজনের পক্ষে নয় পাকিস্তানের কেউই। ইংল্যান্ডের মাটিতে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে কথা বলায় তাই অবাক রমিজ রাজাও।
রমিজ রাজা বলেন, ‘পিসিবি চেয়ারম্যানের মুখে আমি এটি শুনে আশ্চর্য হয়েছি যে, লর্ডসে এশিয়া কাপ হওয়াটা হবে দারুণ। সে কি আসলেই মানসিকভাবে সুস্থ?’
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ঠিক আগে এশিয়া কাপ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারার কথা এশিয়ার দলগুলোর। প্রায় একই রকম কন্ডিশনে খেলে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতির ছকই একে রেখেছে এশিয়া কাপে অংশ নিতে যাওয়া দল গুলো৷ রমিজ বলেন, ‘বিশ্বকাপের আগে এশিয়া কাপ আয়োজনের মানেই হলো উপমহাদেশের কন্ডিশনে খেলে যেন দলগুলো প্রস্তুতি নিতে পারে।’
শুধু ইংল্যান্ডের মাটিতে এশিয়া কাপ নয়, নাজাম শেঠি কিছুদিন আগেই সামনের মৌসুমের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবারো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সম্ভাবনার কথাও জানিয়েছেন। এর পেছেনে মূল কারণ হিসেবে শেঠি বলেছেন পাকিস্তানের কর ব্যবস্থাকে।
রমিজ চটেছেন শেঠির এই মন্তব্যেও, ‘আরেকটি বক্তব্য যেটি শুনে আমার রাগ হয়েছে তা হলো পিসিবি সভাপতি গণমাধ্যমে বলেছেন তারা পিএসএলের নবম আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চায় পাকিস্তানের ট্যাক্স ইস্যুর জন্য। একদিকে আপনি বলছেন পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের জন্য নিরাপদ আরেকদিকে আপনি বলছেন পিএসএল পাকিস্তানে অনুষ্ঠিত হবে না। এর কোনো মানে হয়?’
পিএসএলের প্রথম আসর গুলো অনুষ্ঠিত হতো সংযুক্ত আরব আমিরাতে। তখন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ছিলো নির্বাসিত। তবে ধীরে ধীরে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত হবার পর পিএসএল এখন পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হচ্ছে।
এর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি পাকিস্তানকে। তাই পিএসএল আবারো দেশের বাইরে আয়োজন করার চিন্তা করায় শেঠির ওপর ক্ষোভ ঝেরেছেন রমিজ।
রমিজ আরো বলেন, ‘আমাদের অনেকটা সময় লেগেছে পাকিস্তানে পিএসএল ফিরিয়ে আনতে এবং সবাইকে দেখাতে যে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য প্রস্তুত। এখন আপনি সেটাকে নষ্ট করতে চাইছেন?’