অবশেষে সিলেটের ঘাসগালিচায় গড়াতে যাচ্ছে লাল বলের ক্রিকেটীয় লড়াই। এমনিতে অবকাঠামোগত সুযোগ সুবিধায় কখনোই পিছিয়ে ছিল না সিলেট। তবুও ২০১৮ সালের পর টেস্ট ক্রিকেটের লড়াইয়ের সাক্ষী হয়নি সিলেট। অবশেষে সেই আক্ষেপ ঘুচতে বসেছে। ওয়ানডে, টি-টোয়েন্টির পর সিলেটের মাটিতে ফিরছে টেস্ট।
আগামী নভেম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে নিউজিল্যান্ড। ২০১৮ সালের পর দীর্ঘ ৫ বছর বাদে, এ দুই টেস্টের একটি ম্যাচ হবে সিলেটে।
সম্প্রতি ক্রিকেট গণমাধ্যম ক্রিকবাজ সূত্রে, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল।
এর আগে গত ৩১ মে সিলেটের ভেন্যু পরিদর্শন করতে এসেছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) চার সদস্যের পরিদর্শক দল। মাঠ পরিদর্শন শেষে তারা সিলেটের মাঠ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। টেস্ট সিরিজের আগে অবশ্য বাংলাদেশের সঙ্গে সিরিজ রয়েছে কিউইদের।
বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের এই সিরিজটি। পরবর্তীতে বিশ্বকাপ শেষে ২১ নভেম্বর বাংলাদেশে আসার পর সিলেটে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কিউইদের। ২৩-২৪ নভেম্বর হবে ম্যাচটি।
এরপর একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্ট টেস্ট মাঠে গড়াবে ২৮ নভেম্বরে। আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বরে।