ইংল্যান্ডের কেনিংটন ওভালে বিশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের পুরোটাই ছিল অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। স্মিথ-হেডের ২৫১ রানের নিরবচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ৩২৭ রানে দিন শেষ করে অস্ট্রেলিয়া।
প্রথম দিনের মতো এবার দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে অজিরা। প্রথম ইনিংসের অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের বিপরীতে অজি পেসারদের তোপে ১৫১ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে ভারত।
আগের দিনে ৩২৭ রানে শেষ করা অস্ট্রেলিয়া এ দিন সাবধানী শুরুই করেছিল। তবে ১৪৬ রানে দ্বিতীয় দিন শুরু করা ট্রাভিস ১৭ রান যোগ করার পরই ফিরে যান। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ফাইনালে প্রথম সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার শেষ পর্যন্ত থামেন ১৬৩ রানে।
আগের দিনে ৯৫ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করা স্টিভ স্মিথ সেঞ্চুরি তুলে নেন এ দিনেই। ক্যারিয়ারের ৩১তম টেস্ট সেঞ্চুরি পূরণ করার পর অবশ্য বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি এ ব্যাটার। ২৬৮ বলে ১২১ রান করে শার্দূল ঠাকুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।
হেড-স্মিথ ফিরে যাওয়ার শেষদিকে দ্রুত রান তুলেছিলেন অ্যালেক্স ক্যারি। তবে অজি এ উইকেটরক্ষকের ৪৮ রানের ইনিংস ছাড়া পরে আর কেউ তেমন রান পাননি। অবশ্য তার আগেই ৪৬৯ রানের বড় সংগ্রহ পেয়ে যায় অস্ট্রেলিয়া।
বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অজি পেসারদের তোপের মুখ পড়ে ভারত। সাবলীল শুরু করেও প্যাট কামিন্সের বলে ২৬ বলে মাত্র ১৫ রান করা রোহিত শর্মা ফিরে যান এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। এরপরের ওভারেই ফিরে যান অপর ওপেনার শুভমান গিলও। স্কট বোলান্ডের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১৩ রানে ফিরে যান এ ব্যাটার।
দুই ওপেনার ফিরে যাওয়ার পর বলার মতো কিছু করতে পারেননি বিরাট কোহলি আর পুজারাও। দুজনেই ফেরেন ১৪ রানে। ৭১ রানে ৫ উইকেট হারানো ভারতকে এরপর কিছুটা পথ দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা আর আজিঙ্কা রাহানে। এ দুই ব্যাটারের ৭১ রানের জুটিতে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠে ভারত।
তবে উইকেটে থিতু হয়েও দিনের শেষ ভাগে ৪৮ রানে ফিরে যান রবীন্দ্র জাদেজা। আর জাদেজা আউট হওয়ার ৪ ওভার পরেই দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়।
২৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন আজিঙ্কা রাহানে। ৫ রানে ব্যাট করতে থাকা শ্রীকর ভরতকে নিয়ে রাহানে এই ভারতকে পরবর্তী দিনে কতটুকু টেনে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।