ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছে অনেক আগেই। এই টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক লিটন দাস।
তবে, এবার লিটনকেও পেয়ে বসেছে ইনজুরি আর অসুস্থতা। জ্বর আর পিঠের ব্যাথার কারণে একাধিক অনুশীলন সেশন মিস করতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে।
যদিও লিটন চিন্তামুক্ত আছে বলেই জানান টিম ম্যানেজমেন্টের এক সদস্য। তিনি বলেন, ‘লিটনের স্ক্যান করানো হয়েছে এবং রিপোর্ট ভালো এসেছে। চিন্তার কিছুই নেই। এখন তাঁর জ্বর আছে। কিন্তু আমরা আশা করছি টেস্ট শুরুর আগেই সে অনুশীলনে ফিরবে।’
লিটনকে নিয়ে চিন্তামুক্ত থাকা গেলেও থাকা যাচ্ছে না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে নিয়ে। পিঠের ব্যাথার কারণে অনুশীলন থেকে বিশ্রাম দেয়া হয়েছে তামিমকে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, ‘তামিমের পিঠে ব্যাথা হচ্ছে মাঝেমাঝেই।’
তাই তাকে বিশ্রাম দেয়া হয়েছে। সাধারণত দুই থেকে তিনদিন বিশ্রাম নিলে তামিমের এই ধরণের ব্যাথা সেরে যায়। টিম ম্যানেজমেন্ট আশা করছে একই সময়ে তামিম অনুশীলনে ফিরতে পারবে।
এর আগে গতবছর গ্রোইনের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেন তামিম ইকবাল। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আবারো টেস্ট দলে ফেরেন তামিম।
তীব্র গরমের কারণে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বাড়তি মনযোগী টিম ম্যানেজমেন্ট। কোনো খেলোয়াড়কে নিয়েই ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। গরমে যেন খেলোয়াড় পানি শূন্যতা না তৈরি না হয় সেই কারণে অনুশীলনে বিভিন্ন ধরণের পানীয়, ফল সহ অন্যান্য ব্যবস্থা রাখছে ক্রিকেট বোর্ড।