বেতন কমিয়ে হলেও বার্সায় ফিরতে মরিয়া নেইমার

অনেক জল্পনা কল্পনা হলেও শেষমেষ লিওনেল মেসিকে দলে ভেরাতে পারেনি বার্সেলোনা। গ্রীষ্মকালীন দলবদলের পুরো সময়টায় মেসির দলবদল ইস্যুতেই বেশি ব্যস্ত ছিলো কাতালানরা। মেসিকে দলে আনতে রাফিনহার মত ফুটবলারদের বিক্রি করার কথাও ভাবছিলো বার্সা। তবে মেসিকে হাতছাড়া করলেও এবার বার্সার সামনে সুযোগ হয়ে এসেছে আরেক সাবেক বার্সা তারকা নেইমার।

অনেক জল্পনা কল্পনা হলেও শেষমেষ লিওনেল মেসিকে দলে ভেরাতে পারেনি বার্সেলোনা। গ্রীষ্মকালীন দলবদলের পুরো সময়টায় মেসির দলবদল ইস্যুতেই বেশি ব্যস্ত ছিলো কাতালানরা।

মেসিকে দলে আনতে রাফিনহার মত ফুটবলারদের বিক্রি করার কথাও ভাবছিলো বার্সা। তবে মেসিকে হাতছাড়া করলেও এবার বার্সার সামনে সুযোগ হয়ে এসেছে আরেক সাবেক বার্সা তারকা নেইমার।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানাচ্ছে, বার্সেলোনায় আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন নেইমার নিজেই। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। সেই দলবদলের পর থেকে বার্সা আর নেইমারের সম্পর্কটাও খুব বেশি ভালো ছিলো না কখনোই। দুই পক্ষ এমনকি মামলাও লড়েছে একে অপরের বিরুদ্ধে।

তবে পিএসজিতে শেষ সময়টা রীতিমতো বিভীষিকাময় হবার পর নেইমার এবার নিজেই ফিরতে চান ন্যু ক্যাম্পে। বার্সায় ফেরার জন্য নিজের বেতনও কমিয়ে নিতে চান নেইমার। এই মৌসুম শেষে পিএসজি ছাড়াটা নিশ্চিত হবার পর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মত ইংলিশ ক্লাবগুলো আলোচনায় থাকলেও নেইমারের ইচ্ছে ন্যু ক্যাম্পেই ফেরার।

বার্সেলোনায় নিজের প্রথম অধ্যায়টায় সম্ভাব্য সব ট্রফি জিতেছেন নেইমার। বার্সেলোনার সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়েও আছে নেইমারের বড় অবদান। তবে এখন বয়সটা যখন ৩১ তখন বার্সা নেইমারকে পেতে আগ্রহী হবে কিনা সেটিই প্রশ্ন।

গত মৌসুমে আক্রমণভাগে ক্রিয়েটিভিটির বড্ড অভাব পরিলক্ষিত হয়েছে বার্সেলোনার খেলায়। তাই নেইমারই হতে পারেন সেই জায়গার জন্য যোগ্য।

তবে শুধু বয়স আর পারফরম্যান্সই নয়, নেইমারের ক্ষেত্রে আরো একটি বিষয় আলোচনায় আসে সেটি হলো ফিটনেস। শেষ কয়েক মৌসুমের কোনোটিতেই পুরো মৌসুম খেলতে পারেননি নেইমার। এছাড়াও পিএসজিতে শেষ সময়টায় নেইমারের সতীর্থ আর টিম ম্যানেজমেন্টের সাথে ঝামেলায় জড়ানোর বিষয়টিও পিছিয়ে দিতে পারে যেকোনো ক্লাবকেই।

সেই সাথে বার্সেলোর সমর্থকরা নেইমারকে কতটা ফিরে পেতে চান সেটাও বড় প্রশ্ন। ২০১৭ সালে নেইমার যখন ন্যু ক্যাম্প ছেড়েছিলেন তখন বার্সা ভক্তরা বেশ নাখোশ ছিলেন তার ওপর। তাই নেইমারের এই ন্যু ক্যাম্পে ফেরার আগ্রহ বার্সেলোনা কর্তৃপক্ষ কিভাবে দেখে সেটি এখন দেখার বিষয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...