বিশ্বকাপ শুরুর আর মাস চারেকও বাকি নেই। তবে এখন পর্যন্ত ক্রিকেটীয় এ মহাযজ্ঞের চূড়ান্ত সূচিই প্রকাশিত হয়নি। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে সম্প্রতি ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর সময় ধরে বিশ্বকাপের একটি খসড়া সূচি তৈরি করেছে আয়োজক দেশ ভারত।
জানা গেছে, খসড়া সূচিটি এরই মধ্যে আইসিসি হয়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পৌঁছে গেছে। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় আইসিসি বোর্ডের সভায় চূড়ান্ত সূচি অনুমোদন পেতে পারে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। স্বাগতিক ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ভারত-পাকিস্তান ম্যাচটি রাখা হয়েছে ১৫ অক্টোবরে।
তবে নিরাপত্তার কারণ দেখিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তান খেলতে আপত্তি জানালেও শেষমেশ এই মাঠেই গড়াবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। রাউন্ড রবিন লিগে ভারত তাদের গ্রুপ পর্বের বাকি ৮টি ম্যাচ খেলবে ভিন্ন ৮ ভেন্যুতে।
৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। আর বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি হবে ১৯ অক্টোবর, মহারাষ্ট্রের পুনেতে। এ ছাড়া, আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রাখা হয়েছে ৩১ অক্টোবর, কলকাতার ইডেন গার্ডেনে।
অন্যান্য হাই ভোল্টেজ ম্যাচগুলোর মধ্যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবরে। আর ৪ নভেম্বরে আহমেদাবাদে উত্তাপ ছড়াবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মধ্যকার লড়াইটি।
খসড়া সূচি অনুযায়ী, সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বরে। আর ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর, আহমেদাবাদে। যদিও সেমিফাইনালের ভেন্যু কোথায় হবে তা এখনও জানানো হয়নি।
বিগত বিশ্বকাপ গুলোতে টুর্নামেন্ট শুরুর প্রায় এক বছর আগেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হতো। কিন্তু এবারের বিশ্বকাপ শুরুর আর মাত্র চার মাস বাকি থাকলেও এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি। অবশ্য, খুব শীঘ্রই আইসিসি চূড়ান্ত সূচি অনুমোদন করবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ আসরের মতো এবারও বিশ্বকাপে খেলবে ১০টি দল। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলই লিগে ৯ টি ম্যাচ খেলার সুযোগ পাবে।