পাশাপাশি নেটে সাকিব-তামিম

বিশ্বকাপের বছরে দলের দুই সেরা তারকাই যখন ইনজুরিতে তখন টিম ম্যানেজমেন্টের কপালে কিছুটা চিন্তার ভাজ পড়াটাই বেশ স্বাভাবিক। আয়ারল্যান্ডের বিপক্ষে এওয়ে সিরিজে ইনজুরিতে পড়ে প্রায় পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান সাকিব আল হাসান। ম্যাচের আগের দিন কোমড়ের ইনজুরিতে পড়ে সাকিবের মতই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

তবে এদিন মিরপুরের একাডেমি মাঠে বেশ স্বস্তিকর এক দৃশ্যই দেখা গেলো। পাশাপাশি নেটে অনুশীলন করেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ৩৪ দিন পর বোলিং অনুশীলন করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

চার বছর আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ২২৪ রানে হারের বদলাটা বাংলাদেশ নিয়েছে তাদের ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে। বিশ্বরেকর্ড গড়া সেই জয়ের পরের দিনই আবার ওয়ানডে স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটারই অনুশীলন করেছেন মিরপুরের একাডেমি মাঠে।

মিরপুর টেস্টের শেষদিনেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটারই নিজেদের ঝালিয়ে নিয়েছেন এদিন। যদিও টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের আগে দীর্ঘ এক বিরতিই পাচ্ছেন ক্রিকেটাররা। আগামী পাঁচ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।

ইনজুরির কারণে টেস্ট মিস করায় একটু আগে থেকেই নিজেদের ফিরে পাবার লড়াইয়ে নেমেছেন সাকিব ও তামিম। টেস্ট ম্যাচ শুরুর আগেই যুক্তরাষ্ট্র থেকে ফিরে ফিটনেস অনুশীলন শুরু করেছিলেন সাকিব আল হাসান। আঙুলের ইনজুরি নিয়েই হোম অফ ক্রিকেটে ফিটনেস ফিরে পাবার জন্য ঘাম ঝড়ান বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ একাডেমি মাঠে এসেই প্রথমে বোলিং অনুশীলন শুরু করেন সাকিব। এর কিছুক্ষন পরেই নেটে হালকা ব্যাটিং অনুশীলন শুরু করেন সাকিব। বিশ্বকাপের বছরে নিজের সেরা ছন্দে থাকতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাননা সাকিব। তাই ওয়ানডে সিরিজে দুই সাপ্তাহেরও বেশি সময় আগে থেকেই স্কিল অনুশীলনে নেমেছেন এই অলরাউন্ডার।

অন্যদিকে কোমড়ের চোট শেষ মুহূর্তে টেস্ট থেকে ছিটকে যান তামিম। তবে টেস্ট চলাকালীন একাডেমি মাঠে হাল্কা মেজাজে ব্যাটিং অনুশীলন করেন তামিম। গত কয়েকদিন কিছুটা অস্বস্তি নিয়ে অনুশীলন করলেও আজকে বেশ স্বাচ্ছ্যন্দেই অনুশীলন করতে দেখা যায় ওয়ানডে অধিনায়ককে। দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে এমন স্বস্তিতে অনুশীলন করতে দেখে নিশ্চিত ভাবেই কিছুটা স্বস্ত্বির নিশ্বাস নেবেন এদিন অনুশীলনে উপস্থিত থাকা কোচ চান্দিকা হাতুরুসিংহেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link