এশিয়া কাপের আগেই মাঠে ফিরছেন বুমরাহ

ইনজুরির কারণে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করা বুমরাহকে শংকা ছিলো এবছরের শেষে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপও মিস করতে পারেন তিনি। কিন্তু ভারতের জন্য স্বস্তি হয়ে এসেছে এশিয়া কাপের আগেই বুমরাহর মাঠে ফেরার খবরে।

গত কয়েক বছর ধরে ভারতের পেস বোলিং আক্রমণের নেতা নিঃসন্দেহে জাসপ্রিত বুমরাহ। ঘরের মাঠে কিংবা বিদেশের মাটিতে ভারতকে অসংখ্য ম্যাচ জিতিছেন বুমরাহ। সেই বুমরাই কিনা প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে।

ইনজুরির কারণে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করা বুমরাহকে শংকা ছিলো এবছরের শেষে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপও মিস করতে পারেন তিনি। কিন্তু ভারতের জন্য স্বস্তি হয়ে এসেছে এশিয়া কাপের আগেই বুমরাহর মাঠে ফেরার খবরে।

ইনজুরির কারণে গতবছর টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপও খেলতে পারেননি বুমরাহ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফিরলেও পুরোনো ইনজুরি আবারো ফিরে আসে। যেতে হয় অস্ত্রোপাচারের টেবিলে। নিউজিল্যান্ডে সেই অস্ত্রোপচার করিয়ে আসার পর ব্যাঙ্গালুরুতে অবস্থিত ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন শুরু করেছিলেন এই পেসার।

সেখান থেকেই খবর এসেছে আগস্টে ভারতের আয়ারল্যান্ড সফরের দলেই ফিরতে পারেন এই পেসার। প্রায় ১০ মাস টানা মাঠের বাইরে থাকার পর এশিয়া কাপের মত বড় ইভেন্টে নামার আগে বুমরাহকে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ করে দিতে চায় ভারত। এই দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় বুমরাহ যেন নিজের ছন্দে ফিরতে পারবন সেই জন্য আয়ারল্যান্ড সিরিজে তাকে ম্যাচ প্র্যাকটিস করানো হবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের এই সিরিজটি ১৮ অগস্ট থেকে শুরু হবে। আর তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ম্যালাহাইডে। এই সিরিজেই পরখ করা হবে বুমরাহের ফিটনেস ঠিক কী জায়গায় রয়েছে।

ফিটনেস ও রিদমের বিষয়ে নিশ্চিত হওয়া গেলেই সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে তাকে দলে রাখা নিয়ে বিবেচনা করা হবে। আর ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ঘরের মাঠে বিশ্বকাপের দলে থাকার বিষয়টিও পুরো নির্ভর করবে আয়ারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের ওপর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা ভারতের একটি গণমাধ্যমকে বলেন, ‘জাসপ্রিত বুমরাহকে এই বছরের আগস্টে আয়ারল্যান্ড সিরিজের জন্য দলে রাখা হতে পারে। এটি ভারতীয় ক্রিকেট দলের জন্য একটি বড় বিষয় হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে বুমরাহ মাঠে নামতে পারে।’

অস্ত্রোপাচারের পর থেকে মার্চ মাসে রিহ্যাবের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যান বুমরাহ। এরপর থেকে বুমরাহ এই এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ, স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন বিভাগের প্রধান নীতিন প্যাটেলের নজরে রয়েছেন। সাথে আছেন এস রজনীকান্তও। যিনি দিল্লি ক্যাপিটালসের সাথেও কাজ করেছেন। বর্তমানে তিনি এনসিএতে ফিজিয়ো হিসেবে রয়েছেন।রজনীকান্ত শ্রেয়াস আইয়ার এবং হার্দিক পান্ডিয়াকে চোট থেকে সেরে উঠতে সাহায্য করেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই কর্তা বলেন, ‘বুমরাহের সাথে খুব ঘনিষ্ঠ ভাবে কাজ করছেন নীতিন প্যাটেল এবং রজনীকান্ত। এনসিএতে বুমরাহের রিহ্যাবের সময়ে তাকে দেখাশোনা করছেন। দু’জনেই খুব অভিজ্ঞ এবং বুমরাহের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর এবং নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরের শুরুতে বাড়তি কোনও ঝুঁকি নিতে চান না তারা।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...