মিরপুরে মেয়েদের ভারত বধ

এবার আর কোনো হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হল না। সিরিজ হারলেও শেষ ম্যাচে বাংলাদেশের মেয়েরা জন্য একটি জয় আদায় করে নিতে পারল ভারতের বিপক্ষে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয় আসল চার উইকেটের ব্যবধানে।

ভারতের করা ১০২ রানের জবাবে বাংলাদেশ দল ১০ বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়েই পৌঁছে যায় জয়ের বন্দরে। যদিও, আগের দুই ম্যাচ জিতে নিয়ে সিরিজ বিজয়ীর ট্রফি উঠেছে ভারতের মেয়েদের হাতেই।

এদিন ভারতের হারমানপ্রীত কৌর আর জেমিমাহ রডিগ্রেস বাদে বাকি কোনো ভারতীয় ব্যাটারই রান পাননি। হারমানপ্রিত ৪১ বলে ৪০ ও জেমিমাহ ২৬ বলে ২৮ রান করেন। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে সফরকারীরা করে ১০২ রান। বাংলাদেশের হয়ে রাবেয়া খাতুন তিনটি ও সুলতানা খাতুন দু’টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে, ওপেনার শামীমা সুলতানা ৪৫ বল খেলে করেন ৪২ রান। এই ইনিংসে ভর করেই জয়ের রাস্তাটা সহজ হয় বাংলাদেশের মেয়েদের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৪ রান করেন। শেষের দিকে সুলতানা করেন আট বলে ১২ রান। ছয় বলে ১০ রান করে অপরাজিত ছিলেন নাহিদা আক্তার।

ভারতের মিন্নু মানি ও দেবিকা বৈদ্য দু’টি করে উইকেট নেন। এই নিয়ে ১৬ বারের মোকাবেলায় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে তৃতীয়বারের মত জিতল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link