কড়া গোপনীয়তায় তামিম-বিসিবি বৈঠক

হাতে সময় খুব কম। তামিম ইকবালের সাথে আজই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খুবই জরুরী ও স্পর্শকাতর বৈঠক। তবে, কখন এই বৈঠক হবে, কোথায়ই বা হবে – সেই তথ্য কেউই দিতে পারেননি। তবে, বৈঠক থেকে আসা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে গণমাধ্যমে – এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের।

বৈঠকে স্বাভাবিক ভাবেই থাকবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্সের পরিচালক জালাল ইউনুস। বৈঠকের ব্যাপারে কঠোর গোপনীয়তার পন্থা অবলম্বন করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

কি হবে সেই বৈঠকে? প্রথমত অবশ্যই বিশ্বকাপ ও এশিয়া কাপের দল নিয়ে কথা হবে। কথা হবে তামিমের প্রত্যাবর্তন নিয়ে। ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়ে তাঁর ভাবনা জানতে চায় বিসিবি। অধিনায়ক না থাকলে, শুধু ওপেনার হিসেবে খেলার জন্য ফিট আছেন কি না – সেটাও বোঝার দরকার আছে।

একই সঙ্গে তামিম নিজ থেকে যদি কিছু বলতে চান, সেটাও বোর্ড শুনবে। তামিমের ভবিষ্যতের ব্যাপারে সুনির্ধারিত একটা দিক নির্দেশনা পাওয়া যাবে।

বিসিবির চিকিৎসক ও ফিজিও ট্রেইনারদের সঙ্গেও বসবেন তামিম। ঠিক করে নেবেন নিজের মাঠে ফেরার পরিকল্পনা। তামিমের সঙ্গে বিসিবির আলোচনার ওপর ভিত্তি করে ক্রিকেট অপারেশন্স কমিটি যে নির্দেশনা পাবে সেটা যাবে নির্বাচকদের কাছে। সেই অনুযায়ী গঠন করা হবে দল।

এখানে শুধু দল নয়, অধিনায়কও একটা ইস্যু। অধিনায়কত্ব থেকে নিজে থেকেও সরে যেতে পারেন তামিম। না সরলেও, বিকল্প ভাবতে হবে বিসিবিকে। কারণ, তামিমের দীর্ঘ মেয়াদে ফিট থাকার কোনো নিশ্চয়তা নেই।

আবার তামিম নিজেও কিছু শর্ত বেঁধে দিতে পারেন বিসিবিকে। বোর্ড প্রধান ও ক্রিকেট অপারেশন্সের প্রধানের সাথে খোলামেলা আলোচনা করবেন তামিম। এরপরই পাওয়া যাবে চূড়ান্ত দিক নির্দেশনা।

সেই নির্দেশনার ভিত্তি করেই এশিয়া কাপের দল গঠন করা হবে। এশিয়া কাপের দল দেওয়া হবে আগামী পাঁচ আগস্ট। তবে, বৈঠকের ওপর ভিত্তি করে স্কোয়াডের ব্যাপারে একটা দিক নির্দেশনা আজ-কালকের মধ্যেই পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link