বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে বুধবার ঢাকায় এসেছেন চান্দিকা হাতুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কা হয়ে এসেছেন লঙ্কান এই কোচ। পরদিন তিনি হাজির তার কর্মক্ষেত্রে। সেখানে যে চলছে মহাযজ্ঞ। হোম অব ক্রিকেটে গোটা দল নিচ্ছে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি।
আগস্টের শুরুতেই শুরু হবার কথা ছিল বাংলাদেশের স্কিল ট্রেনিং ক্যাম্প। নানা জটিলতায় সেটা পিছিয়েছে দিন কয়েক। তাতে অবশ্য খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। হাতে পর্যাপ্ত সময়ই রয়েছে।
কিন্তু দল এখনও জটিলতা মুক্ত নয়। বেশ কিছু সিদ্ধান্ত এখন কোচকেও নিতে হবে। যা আবার বেজায় গুরুত্বপূর্ণ। তার মধ্যে এশিয়া কাপ ও বিশ্বকাপের দল ঠিক করে ফেলার মত চাপও রয়েছে। এমন এক পরিস্থিতিতেই হেডকোচ ফিরেছেন জাতীয় দলের সাথে।
এদিন এসেই তিনি প্রথমে দীর্ঘক্ষণ আলাপ করেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সাথে। তার কাছ থেকেই সম্ভবত সার্বিক পরিস্থিতির একটা সারসংক্ষেপ জেনে নিলেন। দু’দিন ধরেই সেন্টার উইকেটে হেরাথ চালাচ্ছেন স্পেশাল স্পিন ক্লাস। সেই ক্লাসের রুপরেখা আর এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল জেনে নেন হাতুরু।
এরপর তিনি রওনা হন মিরপুর ইনডোরের দিকে। সেখানে ব্যাটাররা ব্যস্ত নেট অনুশীলনে। এসে তদারকি করলেন সবকিছু। ব্যাটারদের টোটকাও দিয়েছেন কোচিং প্যানেলের প্রধান। এর আগে ড্রেসিং রুম থেকে নিশ্চয়ই আজকের দিনের কর্মপরিকল্পনা জেনে এসেছেন তিনি।
দিন গেলে হয়ত সেসব পরিকল্পনায় কিঞ্চিৎ পরিবর্তনও আনবেন তিনি। তবে এর আগে তাকে বিশ্বকাপের দলটা বাছাই করে ফেলতে হবে। কেননা এশিয়ান গেমসের জন্যও দল পাঠাতে হবে বিসিবিকে। সেজন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বেশ চাপ দিয়ে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে।
বিশ্বকাপ চলাকালীন সময়ে সমান্তরালভাবে চলবে এশিয়ান গেমস। সুতরাং চাইলেই কোন খেলোয়াড়কে দলে ডেকে নেওয়া সম্ভবপর হবে না হয়ত। আবার অন্যদিকে, অধিনায়ক শূন্য অবস্থানে রয়েছে বাংলাদশের ওয়ানডে দল। অধিনায়ক ছাড়াও দল নির্বাচন করা বেশ কষ্টসাধ্যও বটে। তালগোল পাকিয়ে আছে গোটা ক্রিকেটে।
ক্রমশ হয়ত এই জিলেপির প্যাঁচ খুলতে শুরু করবে। সরল-সোজা সমাধানে পৌঁছে যাবে দল শীঘ্রই। আজই নির্বাচকদের সাথে বসবেন তিনি। ফলে, এশিয়া কাপগামী জাতীয় দলের একটা চূড়ান্ত রূপরেখাও পাওয়া যাবে।