পান্ডিয়া বনাম বুমরাহ, ভারতের ভবিষ্যৎ অধিনায়ক কে!

প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। ফিরেই পেয়েছেন অধিনায়কত্বের আর্মব্যান্ড। যদিও ভারতের টি-টোয়েন্টি দলটার বর্তমান নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতির কারণেই তাঁকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

ভারতের পরর্বতী ওয়ানডে অধিনায়ক কিংবা বর্তমান সহ-অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নামই বেশি উচ্চারিত হয়। এরই মধ্যে তাঁর নেতৃত্বে আইপিএল শিরোপা জিতেছে গুজরাট টাইটান্স। তাছাড়া, তাঁর নেতৃত্বে ভারতের সফলতার হার বেশি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজ হেরে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। 

অবশ্য তাতে বোর্ড থেকে তেমন চাপের মুখে পড়েননি পান্ডিয়া। বরং ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌড়ে ভালভাবেই এগিয়ে আছেন তিনি। তবে নতুন খবর হল, ভারতের ওয়ানডে দলে রোহিত শর্মার ডেপুটি হিসেবে এখন পান্ডিয়া নয়, জাসপ্রিত বুমারহই বেশি এগিয়ে। অন্তত সাম্প্রতিক গুঞ্জন সেই বার্তাই দিচ্ছে। 

এ নিয়ে মুখ খুলেছেন বিসিসিআইয়ের এক অফিশিয়ালও। অকপটেই তিনি বলেছেন, ‘সিনিয়র বিবেচনায় বুমরাহ অবশ্যই এগিয়ে। তাছাড়া, ২০২২ সালে সে একটি টেস্টে ভারতকে নেতৃত্বও দিয়েছিল। এটা কোনো বিস্ময়ের ব্যাপার হবে না, যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে রোহিতের ডেপুটি বুমরাহকে করা হয়। কারণ ভারত যে দলটা নিয়ে আয়ারল্যান্ড সফরে আছে, সেই দলটার কিন্তু অধিনায়ক হতে পারতেন রুতুরাজ গায়কড়। কিন্তু সেখানে নেতৃত্ব তুলে দেওয়া হয় বুমরাহর কাঁধে।’

অবশ্য এই গুঞ্জন সত্য হবে কিনা, তা কিছু দিনের খোলাসা হবে। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের স্কোয়াড এখনও ঘোষণা করেনি টিম ইন্ডিয়া। হয়তো সেই স্কোয়াড ঘোষণাতেই পরিস্কার হয়ে যাবে, কে হচ্ছেন রোহিত শর্মার ডেপুটি–বুমরাহ নাকি পান্ডিয়া? 

তবে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হলেও এখনো ওয়ানডে ক্রিকেট ফেরা হয়নি বুমরাহর। সর্বশেষ প্রায় ১৩ মাস আগে গত বছরের জুলাইতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এ পেসার। এর পর থেকেই রয়েছেন মাঠের বাইরে।

তবে সব কিছু ঠিকঠাক থাকলে এশিয়া কাপ দিয়েই ৫০ ওভারের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বুমরাহ। আর এসেই নিতে অধিনায়কত্বের আলোচনা জমিয়ে তুলেছেন। অন্তত, এটুকু নিশ্চিত করে বলা যায় যে – ভবিষ্যৎ অধিনায়কের আলোচনাটা পান্ডিয়া আর বুমরাহর মধ্যেই আপাতত সীমাবদ্ধ আছে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link