দিন ঘনিয়ে আসছে বিশ্বকাপের। বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ? – এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। ওয়ানডে সুপার লিগে ওপরের দিকে থাকার পরও সাকিব-মুশফিকদের কেন যেন কেউ খুব বেশি আলোচনায় রাখতে নারাজ।
তবে, এর ব্যতিক্রম নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি মনে করেন, এবারের বিশ্বকাপটার লড়াই উন্মুক্ত। এখানে সুযোগ আছে বাংলাদেশ দলেরও।
শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাককালাম, সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন ভারতকে। স্বাগতিক বলেই ভারতের বিশ্ব জয়ের সুযোগ বেশি দেখছেন ইংল্যান্ড দলের টেস্ট কোচ ম্যাককালাম।
তিনি বলেন, ‘আমার মনে হয় ভারত খুব শক্তিশালী দল। সে জায়গা থেকে বুমরাহর প্রত্যাবর্তন অনেকটাই ভালো খবর। আইপিএলের সাহায্যে ভারত অনেক নতুন প্রতিভা পেয়েছে। আশা করি টুর্নামেন্টের শেষ পর্যন্ত ভারত নিজেদের টিকিয়ে রাখতে পারবে।’
সেমিফাইনালে কে খেলবে? – এই প্রশ্নের জবাবে ‘বাজবল’ ক্রিকেটের জনক ম্যাককালাম বাকি প্রায় সবার জন্যেই দরজা খোলা রাখলেন। বললেন, ‘এ বিশ্বকাপের শেষ চারটি দল বাছাই করা খুব কঠিন। সেদিক থেকে ভারত প্রথমে থাকবে। এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ডেরও ভালো সুযোগ আছে। অন্যদিকে, নিউজিল্যান্ড, বাংলাদেশও এর থেকে পিছিয়ে নেই। এই বিশ্বকাপ সবার কাছে উন্মুক্ত।’
ওয়ানডে বিশ্বকাপের বাকি নেই দেড় মাসও। মাঠের লড়াই শুরু না হলেও বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে বেশ। বিশ্বকাপ শুরুর আগে নতুন করে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এর সাথে ম্যাককালামের ভবিষ্যদ্বাণীতে আশার পালে হাওয়া লাগল বাংলাদেশের।