জিম্বাবুয়েকে পাত্তাই দিল না বাংলাদেশ। অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় সিরিজের নবম ম্যাচে ১৬০ রানের বড় জয় পেল আজিজুল হাকিমের দল। এবার অপেক্ষাটা শেষ লড়াইয়ের।
হারারেতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। সাত রানের মাথায় জাওয়াদ আবরারকে হারিয়ে শুরুতেই হোচট খেতে হয়। দায়িত্ব কাঁধে তুলে নেন রিফাত বেগ। তামিমকে সাথে নিয়ে গড়েন ১১২ রানের জুটি।
১০ চার আর এক ছক্কায় ৭৮ বলে ৭৭ রানের ইনিংস খেলে বিদায় নেন রিফাত। তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। ৬৫ বলে ৩৪ রানের ধীরগতির ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনিও।
রিজান হোসেনের ৩০, আবদুল্লাহর ৩৭ এবং ফরিদ হাসানের ৩৮ রানে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটছিল বাংলাদেশ। শেষদিকে দেবাশিস দেবের ১৩ বলে ৩৪ রানের ঝোড়ো ব্যাটিং স্কোরবোর্ডে আলাদা মাত্রা যোগ করে। বাংলাদেশ তোলে ছয় উইকেট হারিয়ে ২৮৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। শাহরিয়ার আল আমিনের পেস সামলাতে ব্যর্থ হন জিম্বাবুয়ের ওপেনার মুরাদজি। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ব্যাটাররা ব্যস্ত হয়ে যান আসা-যাওয়ার মিছিলে।
রিজান এবং আজিজুল শিকার করেন তিনটি করে উইকেট। শাহরিয়ারের দুই, সানজিদ এবং রাফি নেন একটি করে উইকেট। ১২৪ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস।
সামনে কেবল একটি ম্যাচ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ফাইনাল লড়াই জিতে গেলেই অনূর্ধ্ব ১৯ দলের ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ, পূর্ণ হবে ষোলকলা।