এক ওভারে ছয় ছক্কার বিরল কীর্তি আবারও ধরা দিল পাকিস্তানের অধিনায়ক আব্বাস আফ্রিদির ব্যাটে। হারতে বসা ম্যাচকে একা হাতে জেতালেন। হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজের নামটা স্মরণীয় করে রাখলেন।
টসে জিতে কুয়েতকে আগে ব্যাট করতে দিয়ে বেশ বিপাকেই পড়ে পাকিস্তান। ছয় ওভার শেষে কুয়েত তোলে ১২৩ রান। ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা জেগে ওঠে পাকিস্তানের।

কুয়েতের বেঁধে দেওয়া ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫৭ রান। শেষ দুই ওভারে তখনও দরকার ৬৭ রান। এই অবস্থায় দাঁড়িয়ে ম্যাচ জেতার কথা চিন্তা করা একটু দুঃসাহসিকই বটে।
তবে আব্বাস আফ্রিদি সেই দুঃসাহসিক কাজটাই করলেন। পঞ্চম ওভারে ইয়াসিন প্যাটেলকে টানা ছয় ছক্কা হাঁকান। নো বল আর লেগ বাই থেকে আরও দুই রান যোগ হয়। অর্থাৎ ওই ওভার থেকে পাকিস্তানের আসে ৩৮ রান।

শেষ পর্যন্ত ওই ম্যাচে চার উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান। আব্বাস আফ্রিদি ১২ বলে ৫৫ রানের নক খেলেন। এক চার আর ছয় ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। শুধু ব্যাট নয়, বল হাতেও শিকার করেন এক উইকেট। কুয়েতের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে আসেন তিনি।











