অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকসহ চার উইকেট! বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অভিষেকেই চমক দেখিয়ে বাইশ গজের প্রাঙ্গনে আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন আলিস ইসলাম। কিন্তু যেভাবে এসেছিলেন, পরবর্তীতে মিলিয়ে যান সেভাবেই। ২০১৯ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে চার ম্যাচ খেলার পর বোলিং অ্যাকশন, ইনজুরি নিয়েই সব সময় আলোচনায় ছিলেন এ স্পিনার। এরপর তো একবার দৃশ্যপট থেকেই হারিয়ে যান।
তবে ২০২৪ বিপিএলে এসে যেন আরও একবার বার্তা দিয়ে রাখলেন এ স্পিনার। যেন বিপিএলটাই তার প্রতিভা পরিস্ফূরণের একমাত্র মঞ্চ। লিস্ট এ তে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত প্রায় এক বছর আগে। প্রথম শ্রেণির ক্রিকেটে তো এখনও পা-ই পড়েনি। এমন ব্রাত্য থাকা স্পিনার এবার বিপিএলে দেখালেন তাঁর স্পিনজাদু। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একাই নিয়েছেন চার চারটি উইকেট।
সিলেটের ঘরের মাটিতে খেলা। কুমিল্লা ভিক্টোরিয়ানসও শুরুতে ব্যাটিং করে মোটে ১৩০ রানের পুঁজি পেয়েছে। এমতাবস্থায় সিলেটের জন্য জয়টাই ছিল অনুমেয়। কিন্তু ১৩০ রানের পুঁজি নিয়েও কুমিল্লা জিতেছে ৫২ রানে! সিলেটের ব্যাটিং অর্ডারে যে ধ্বসের নেপথ্যে ছিলেন আলিস ইসলাম।
শুরুতে ম্যাথিউ ফোর্ড ফিরিয়েছিলেন মোহাম্মদ মিথুনকে। এরপর থেকেই আলিসের স্পিন ঘূর্ণির শুরু। শুরুটা করেন প্রতিপক্ষের নির্ভরতার প্রতীক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে। এরপর ইয়াসির আলী থেকে বেন কাটিং, এমনকি মাশরাফিকেও ফেরান তিনি। ইয়াসিরকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেললেও বাকি দুটো শিকার তিনি আদায় করে নেন বোল্ড ও লেগ বিফোরের ফাঁদে ফেলে। আলিসের বলে বোল্ড হন বেন কাটিং। আর এলবিডব্লু হন মাশরাফি।
বল হাতে এমন আলিসের এমন রুদ্রমূর্তি ধারণ করার দিনে সিলেটও আর পরে মাথা তুলে দাঁড়াতে পারেনি। মাত্র ৭৮ রানেই থেমে যায় তাদের ইনিংস। যেখানে আলিস ৪ উইকেট নেন মাত্র ১৭ রানে। পুরো ইনিংসে কতটা নিয়ন্ত্রিত বোলিং করেছেন তার প্রমাণ মেলে তাঁর করা ২৪ ডেলিভারির ১৩ টিতেই ডট দেওয়া।
স্বীকৃত ক্রিকেটে আলিস ইসলামের তেমন কোনো অর্জন নেই বললেই চলে। তবে বিপিএল মানেই যেন একেকটা প্রত্যাবর্তনের গল্প তাঁর জন্য। বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নাম লেখানো আলিস পরের ম্যাচটি খেলেন সেই বিপিএলেই, ৩৫১ পর।
বঙ্গবন্ধু বিপিএলের পর এবার সেই আলিসই আবার লাইমলাইটে এলেন বিপিএল দিয়ে। এবারও হলেন ম্যাচ জয়ের নায়ক। তবে কি এবার ভাগ্য বদল হবে তাঁর? আলিস নিশ্চয়ই এই অনিশ্চয়তার যাত্রাপথ বদলে স্থির হতে চাইবেন একজন নির্ভরযোগ্য স্পিনার হিসেবে।