ব্রাজিলের প্রস্তাবে ‘সম্মানিত’ আনচেলত্তি

কোচ নিয়োগ নিয়ে ব্রাজিলের এতটা কাল ক্ষেপণের কারণটাও এখন অনেকটা ওপেন সিক্রেট। রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তির জন্য চলতি ইউরোপীয় মৌসুম শেষ হওয়া অব্দিও অপেক্ষা করতে রাজি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলিয়ান ও আন্তর্জাতিক গণমাধ্যম গুলোর খবর, চলতি মৌসুম শেষেই রিয়াল ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন রিয়াল বস। এমনকি দুই পক্ষের মধ্যে কথাও অনেকটা পাকাপাকি হয়ে গেছে বলেও জানাচ্ছে তারা।

বিশ্বকাপ শেষ হয়েছে চার মাস পার হতে চললো। চার মাস হয়েছে ব্রাজিলের সাবেক কোচ তিতে দায়িত্ব ছাড়ারও। কিন্তু এতটা সময় কেটে গেলেও এখনো নতুন কোনো কোচ নিয়োগ দেয়নি সেলেসাওরা। এমনকি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলেছে অন্তর্বর্তীকালীন কোচকে দায়িত্ব দিয়ে।

কোচ নিয়োগ নিয়ে ব্রাজিলের এতটা কাল ক্ষেপণের কারণটাও এখন অনেকটা ওপেন সিক্রেট। রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তির জন্য চলতি ইউরোপীয় মৌসুম শেষ হওয়া অব্দিও অপেক্ষা করতে রাজি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলিয়ান ও আন্তর্জাতিক গণমাধ্যম গুলোর খবর, চলতি মৌসুম শেষেই রিয়াল ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন রিয়াল বস। এমনকি দুই পক্ষের মধ্যে কথাও অনেকটা পাকাপাকি হয়ে গেছে বলেও জানাচ্ছে তারা।

যদিও সিবিএফ কিংবা আনচেলত্তি কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ভাবে কথা বলা হয়নি এর মধ্যে। তবে আনচেলত্তিকে এবার এই প্রসঙ্গে কথা বলতেই হলো। ব্রাজিলের কোচ হবার সম্ভাবনার কথাও উড়িয়ে দিলেন না তিনি ৷ বললেন, ব্রাজিল তাকে কোচ হিসেবে চাচ্ছে ব্যাপারটি দারুণ রোমাঞ্চকর।

আনচেলত্তি বলেন, ‘এই গুঞ্জনে আমি মোটেও অবাক নই। এগুলো আমাকে চিন্তিতও করে না। আমি আপাতত একটি জিনিসই ভাবছি যতদিন পর্যন্ত আমি রিয়ালে আছি ততদিন এটা নিয়েই থাকতে চাই। সবকিছুই একদম পরিষ্কার। মাদ্রিদ যতদিন আমাকে রাখবে আমি ততদিন এখানে থাকব। আমরা ভালো করছি এখন। পরিবেশ শান্ত আছে এবং আমিও শান্তই আছি ৷ আর দুই মাস বাকি আছে এবং আমরা শিরোপার জন্য লড়ছি।’

ব্রাজিলের কোচ হবার প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে এই ইতালিয়ান কোচ বলেন, ‘তারা কি চাচ্ছে এটি নিয়েই সবাই কথা বলছে। আমার এই ক্লাবের সাথে চুক্তি আছে এবং আমি সেটি চালিয়ে যেতে চাই। কিন্তু ভবিষ্যৎ কেউ জানে না।’

ব্রাজিলের কোচের প্রস্তাব নিয়ে কি ভাবছেন তিনি এমন প্রশ্নের উত্তরেও বেশ ধোঁয়াশাই রেখে দিলেন রিয়ালের ইতিহাসের অন্যতম সফল এই কোচ, ‘অবশ্যই আমি খুশি এবং এটি (প্রস্তাব) রোমাঞ্চকর। কিন্তু আপনাকে চুক্তিকে সম্মান দেখাতে হবে। এবং আমি সেটিকে সম্মান দেখাতে চাই।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...