কেন আফ্রিদির অনুকরণে উদযাপন করলেন আর্শদ্বীপ!

খেলার মাঠ কিংবা শুধু রাজনীতির মাঠ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত-পাকিস্তান ভক্তদের মধ্যে দ্বৈরথ এখন নিত্যনৈমিত্তিক ঘটনাই বলা চলে। এই যেমন চলমান আইপিএলে পাঞ্জাব কিংসের পেসার আর্শদ্বীপ সিংয়ের উদযাপন ভঙ্গি নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকটা পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদির মত উদযাপন করে ভারত-পাকিস্তান সমর্থকদের মধ্যে যুদ্ধই বাধিয়ে দিয়েছেন আর্শদ্বীপ।

খেলার মাঠ কিংবা শুধু রাজনীতির মাঠ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত-পাকিস্তান ভক্তদের মধ্যে দ্বৈরথ এখন নিত্তনৈমিত্তিক ঘটনাই বলা চলে। এই যেমন চলমান আইপিএলে পাঞ্জাব কিংসের পেসার আর্শদ্বীপ সিংয়ের উদযাপন ভঙ্গি নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকটা পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদির মত উদযাপন করে ভারত-পাকিস্তান সমর্থকদের মধ্যে যুদ্ধই বাধিয়ে দিয়েছেন আর্শদ্বীপ।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে বেশ ভালো একটি দিন কাটিয়েছেন আর্শদ্বীপ ও পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতে দারুণ সূচনা করেছে পাঞ্জাব কিংস। বল হাতেও দারুণ পারফর্ম করেছেন আর্শদ্বীপ।

নিজের করা প্রথম বলেই বাউন্সারে কলকাতা ওপেনার মানদ্বীপ সিংকে আউট করেন তিনি। আউট করার সাথে সাথে কিছুটা দৌড়ে গিয়ে দুই হাত ডানার মত মেলে দেবার ভঙ্গিতে উইকেট উদযাপন করেন আর্শদ্বীপ।

 

তবে এই উদযাপন নিয়ে কোনো কথা হয়নি কোথাও। অনুকুল রায়কে নিজের দ্বিতীয় শিকার বানিয়ে কোনো উদযাপনই করেননি আর্শদ্বীপ। সব উদযাপন যেন জমিয়ে রেখেছিলেন শেষ শিকারের জন্য। কলকাতার সব ব্যাটার যখন আসা যাওয়ার মিছিলে তখন এক প্রান্তে হাল ধরে রেখেছিলেন ভেন্কাটেশ আইয়ার। আন্দ্রে রাসেল আউট হয়ে যাবার পর আইয়ারই কলকাতার একমাত্র ভরসা হিসেবে টিকে ছিলেন।

দারুণ আরেকটি বাউন্সারে ভেন্কাটেশকে ফেরানোর পরেই আলোচিত সেই উদযাপন করেন আর্শদ্বীপ। দুই হাতের আঙুল মুখের সামনে নিয়ে চুমু খেয়ে দুই হাত ছড়িয়ে দিয়ে উদযাপন করেন তিনি। এই উদযাপন ভঙ্গিমা আবার বেশ পরিচিত ক্রিকেট সমর্থকদের কাছে।

পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির ট্রেডমার্ক উদযাপনও অনেকটা এমনই। আর্শদ্বীপের এই উদযাপনের ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এখান থেকেই রীতিমতো টুইটার যুদ্ধে জড়িয়ে পড়েন ভারত-পাকিস্তান সমর্থকরা।

যদিও এর আগেও এমন ভঙ্গিমায় উদযাপন করতেন ভারতের সাবেক পেসার জহির খান। কিন্তু বর্তমান প্রজন্মের ক্রিকেট সমর্থকদের কাছে এই উদযাপন পরিচিত শাহিন আফ্রিদির কারণে। তাই পাকিস্তান সমর্থকরা টুইট করতে থাকেন, শাহিনকে নকল করছেন আর্শদ্বীপ। ভারত সমর্থকরাও পাল্টা টুইট করে প্রতিবাদ করেন এই বিষয়ের৷ তাদের দাবী, জহির খানের উদযাপন ভঙ্গি নকল করেন শাহিন আফ্রিদি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...