মঞ্চ প্রস্তুত, মেসির অপেক্ষায় বার্সা

মেসি-পিকে দ্বন্দ্ব নতুন কিছু নয়। বার্সার সাবেক এ দুই সতীর্থের মধ্যে সম্পর্কের শীতলতা নিয়ে কম জলঘোলা হয়নি। অবশ্য দুজনের কেউই এ নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি। দুই ফুটবলার হেঁটেছেন দুই পথে। জেরার্ড পিকে ফুটবল ছেড়েছেন। আর মেসি দুই বছর আগেই বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন। তবে স্বয়ং পিকে নাকি এখন মেসিকে আবারো বার্সায় দেখতে চান। স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো ডি পোর্তিভোর বরাতে সেই খবরই উঠে এসেছে।  

মেসি-পিকে দ্বন্দ্ব নতুন কিছু নয়। বার্সার সাবেক এ দুই সতীর্থের মধ্যে সম্পর্কের শীতলতা নিয়ে কম জলঘোলা হয়নি। অবশ্য দুজনের কেউই এ নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি। দুই ফুটবলার হেঁটেছেন দুই পথে।

জেরার্ড পিকে ফুটবল ছেড়েছেন। আর মেসি দুই বছর আগেই বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন। তবে স্বয়ং পিকে নাকি এখন মেসিকে আবারো বার্সায় দেখতে চান। স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো ডি পোর্তিভোর বরাতে সেই খবরই এবার উঠে এসেছে।

সম্প্রতি মেসির বার্সায় ফেরার সম্ভাবনা আরো জোরদার হয়েছে। পিএসজি’র সাথে নতুন চুক্তি নিয়ে মতানৈক্য হওয়ায় মেসির আবার বার্সায় আসার সম্ভাবনার পালে নতুন করে আবার হাওয়া দিয়েছে। এর মধ্যে জলও গড়িয়েছে অনেক দূর। স্প্যানিশ বেশ কিছু গণমাধ্যম সূত্র জানাচ্ছে, বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইয়াস্তে মেসির ব্যাপারে আনুষ্ঠানিক আলাপও শুরু করে দিয়েছেন।

মেসির আবারো বার্সায় প্রত্যাবর্তন তাই সম্ভাবনার পথেই এখন এগিয়ে যাচ্ছে। আর মেসির সাথে পিকের সম্পর্কের অবনতির কথা শোনা গেলেও স্পেনের এ সাবেক ফুটবলার চান, মেসি আবারো বার্সায় ফিরুক। সম্প্রতি তিনি মুন্ডো ডি পোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বার্সায় মেসি ফিরলে দারুণ হবে। এটা কিউলার্সদের জন্য দারুণ এক উপলক্ষ্য হবে।’

এক পর্যায়ে বার্সার বর্তমান সহ সভাপতি রাফা ইয়াস্তের প্রশংসা করে তিনি বলেন, ‘ সে অনবদ্য একজন মানুষ। সে আপনাকে সেটিই বলবে যেটি আপনি শুনতে চান। ক্লাবের স্বার্থে উনি সবসময় নিঃস্বার্থভাবে কাজ করেন।’

তবে মেসিকে বার্সায় ভেড়ানো এখনো সহজ নয়, মন্তব্য করে পিকে বলেন, ‘লিওকে আনতে হবে অবশ্যই ফলপ্রসু আলোচনায় বসতে হবে। না হলে দিনশেষে এই ডিলটা ব্যর্থও হতে পারে।’

বার্সায় প্রায় ১৬ বছর কাটানোর পর গত ২০২১ সালে অশ্রুভেজা চোখে বিদায় বলেন মেসি। এরপর যোগ দেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। এই মৌসুমেই তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এতদিন শোনা যাচ্ছিল, পিএসজি’র সাথেই আরো এক মেয়াদ চুক্তি বর্ধিত করবেন মেসি।

কিন্তু সেটি নিয়ে এখন পর্যন্ত দুই পক্ষ এক সুরে পৌঁছাতে পারেনি। আর সে কারণেই মেসির বার্সায় যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। অবশ্য মেসিকে আবারো বার্সার জার্সি গায়ে দেখতে বেশ কিছু দিন ধরেই অপেক্ষায় রয়েছে সমর্থকরা। সমর্থকদের সেই অপেক্ষা এ বার ফুরাবে কিনা, তা সময়ই বলে দিবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...