গ্রিজম্যানের কাকতালীয় তিন কন্যা

ক্যারিয়ারে বহুবার হ্যাটট্রিক করেছেন ফ্রেঞ্চ ফুটবলার আতোয়ান গ্রিজম্যান। তবে তাঁর জীবনে অন্যরকম এক 'হ্যাটট্রিক' রয়েছে। যে হ্যাটট্রিকের সাথে জুড়ে রয়েছে বর্ষপঞ্জিকার '৮ এপ্রিল' তারিখটা। 

ক্যারিয়ারে বহুবার হ্যাটট্রিক করেছেন বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার আঁতোয়ান গ্রিজম্যান। তবে তাঁর ব্যক্তিগত জীবনে অন্যরকম এক ‘হ্যাটট্রিক’ রয়েছে। যে হ্যাটট্রিকের সাথে জুড়ে রয়েছে বর্ষপঞ্জিকার ‘৮ এপ্রিল’ তারিখটা।

২০২১ সালের এই ৮ এপ্রিলেই তৃতীয় সন্তানের মুখ দেখেন গ্রিজম্যান। আর এই পিতৃত্বের দিক দিয়েই গ্রিজম্যান এমন এক ‘হ্যাটট্রিক’ করে বসেন, যা বেশ কাকতালীয়। নিশ্চিতভাবেই যা চূড়ান্ত রকমের বিস্ময়ে ভাসায়।

গ্রিজমান-এরিকা চোপেনেরা দম্পতির কোলজুড়ে তাদের কন্যা আলবার জন্ম হয় ২০২১ সালের ৮ এপ্রিলে। আর এতেই অদ্ভুতুড়ে এক রেকর্ডের পাশে নাম জড়িয়ে যায় গ্রিজম্যানের। কারণ ফ্রেঞ্চ এ ফুটবলারের আগের দুই সন্তান মিয়া ও আমারো—দুজনই যে জন্মেছিলেন সেই একই তারিখে, ৮ এপ্রিল!

গ্রিজম্যানের বড় মেয়ে মিয়া গ্রিজম্যান জন্মেছিল ২০১৬ সালের এই একই দিনে। আর তার ঠিক তিন বছর পর এই ৮ এপ্রিলেই পৃথিবীতে আসে গ্রিজমানের পুত্র সন্তান আমারো গ্রিজম্যান। অর্থাৎ এক ৮ এপ্রিলেই তাঁর তিন সন্তানের ভিন্ন ভিন্ন বছরে জন্ম হয়।

গ্রিজম্যানের পিতৃত্বের এমন অনবদ্য হ্যাটট্রিকে তাই নিশ্চিতভাবেই সবার চোখ কপালে উঠতে বাধ্য। এমন হ্যাটট্রিকের নজির যে আর কারো নেই। অন্তত ফুটবলারদের মধ্যে তো নেই-ই।

গ্রিজম্যানের মতো এই হ্যাটট্রিকে মিশে আছে তাঁর সহধর্মিণী এরিকা চোপেনোও। স্পেনের অধিবাসী চোপেনো শিশুদের মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। এর পাশাপাশি তাঁকে একজন বিউটি ব্লগার হিসেবেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...