অশ্বিন সাদা বলে খেলার যোগ্য নন!

অশ্বিনের ব্যাপারে যুবরাজ বলেন, ‘অশ্বিন একজন দুর্দান্ত বোলার কিন্তু আমি মনে করি, সে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে জায়গা পাওয়ার যোগ্য নয়।

যুবরাজ সিং বরাবরই আক্রমণাত্মক, মাঠে তাঁর ব্যাট সব সময়ই বেছে নিয়েছে আগ্রাসনের পথ। এবার মাঠের বাইরেও একই যুবরাজের দেখা পাওয়া গেল, দল গঠনের ব্যাপারে সোজাসুজি কথা বলেছেন সতীর্থদের নিয়ে। রবিচন্দন অশ্বিন আর হার্দিক পান্ডিয়ার তুলনা করে নিজের মতামত দিয়েছেন তিনি।

সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘হার্দিক দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য এবং তাঁকে ভারতের প্রয়োজন। সে ইনজুরি প্রবণ এবং আমাদের তাঁকে সুস্থ হয়ে ওঠার জন্য সময় দিতে হবে। তাঁর থেকে আমাদের সেরাটা বের করতে হবে। অধিনায়কত্বের ক্ষেত্রে আমাদের আরও বিকল্প থাকতে হবে। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়কত্ব করেছে সূর্যকুমার যাদব, আইপিএলে ক্যাপ্টেন হতে যাচ্ছে শুভমান গিল।’

অন্যদিকে, অশ্বিনের ব্যাপারে তিনি বলেন, ‘অশ্বিন একজন দুর্দান্ত বোলার কিন্তু আমি মনে করি, সে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে জায়গা পাওয়ার যোগ্য নয়। বল হাতে সে খুব ভালো, কিন্তু ব্যাট হাতে কী কিছু করতে পারে? নাকি ফিল্ডার হিসেবে? টেস্ট দলে তাঁর থাকা উচিত। তবে সাদা বলের ক্রিকেটে আমি মনে করি না সে জায়গা পেতে পারে।’

ভারতীয় ক্রিকেটাঙ্গনে এখন আলোচিত বিষয় রোহিত-বিরাটের টি-টোয়েন্টি ভবিষ্যৎ। এই নিয়ে যুবি বলেন, ‘টি-টোয়েন্টিতে এখন তরুণেরা দারুণ খেলছে। কিন্তু আমি বলব, অভিজ্ঞতার কোন বিকল্প নেই।’

এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিতকে সরিয়ে হার্দিককে নেতৃত্ব দেয়ার সিদ্ধান্ত কেমন হয়েছে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন এই কিংবদন্তি।

তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বয়স বাড়ার সাথে সাথে টিকে থাকা কঠিন হয়ে যায়। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন তরুণ খেলোয়াড়ের উপর বিনিয়োগ করতে চায় এবং এটি করা উচিত আসলে। আমিও এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি। রোহিতের বিশাল অভিজ্ঞতা আছে কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজিকে দীর্ঘমেয়াদি ভাবতে হয়।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...