সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। লো-স্কোরিং ম্যাচ হলেও লড়াইটা ছিল হাড্ডাহাড্ডির। শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
১১৯ রানের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই দলীয় ৪ রানে ফেরেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর ব্যর্থতার বৃত্তে থাকা ডেভিড ওয়ার্নারও ফেরেন ব্যক্তিগত মাত্র ১৪ রানে! ২০ রানে দুই উইকেট থেকে তৃতীয় উইকেটে ১৮ যোগ হতেই দলীয় ৩৮ রানে বিদায় মিশেল মার্শের!
দ্রুত তিন উইকেট হারিয়ে তখন বিপাকে অজিরা। এরপর দলের হাল ধরেন স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। চতুর্থ উইকেটে দু’জনের ৪২ বলে ৪২ রানের জুটি জয়ের আশা দেখালেও দলীয় ৮০ রানে ৩৪ বলে ৩৫ রানে আউট স্মিথ। মাত্র তিন বলের ব্যবধানে ব্যক্তিগত ১৮ রানে শেষ ম্যাক্সিও! ৮১ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে অজিরা, অপরদিকে ম্যাচে আধিপত্য বিস্তার করে প্রোটিয়ারা।
এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি প্রোটিয়ারা। ওপেনিং জুটিতে ১৩ রান এলেও এরপরই জশ হ্যাজেলউড, জাম্পাদের বোলিং দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। বাভুমা, ভ্যান ডার ডুসেন, ডি ককরা কেউই উইকেটে থিতু হতে না পারলে ২৩ রানেই ৩ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার। এরপর হেনরিক ক্লাসেনকে নিয়ে এইডেন মার্করাম প্রাথমিক প্রতিরোধ গড়লেও ২৩ রানের জুটির পথে ক্লাসেনকে ফেরান প্যাট কামিন্স!
৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত প্রোটিয়া শিবির। মার্করামের সাথে দলের হাল ধরেন ডেভিড মিলার। পঞ্চম উইকেটে দুইজনের ব্যাটে বিপর্যয় সামাল দেয় প্রোটিয়ারা। তবে বলে সাথে পাল্লা দিয়ে রান তুলতে পারছিলো না দুই ব্যাটার। দলীয় ৮০ রানে মিলার ফিরলে মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং শিবির। প্রিটোরিয়াস, মহারাজরাও ছিলেন আসা যাওয়ার মিছিলে। ৮৩ রানেই ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা।
শেষ ৪ ওভারে অজিদের প্রয়োজন ৩৬ রান, হাতে ৫ উইকেট। সেখান থেকে স্টোয়েনিস-ওয়েডের ব্যাটে লাস্ট ওভারে প্রয়োজন ছিলো ৮ রানের। স্টোয়েনিসের ফিনিশিংয়ে ২ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা।
এরপর কিছুসময় পর দলের একমাত্র সফল ব্যাটার মার্করামও ফেরেন ৪০ রানে! একশোর আগেই গুড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিলেও শেষ দিকে রাবাদার ব্যাটে লড়াই করার মতো পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। রাবাদার অপরাজিত ১৯ রানে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রান করতে সক্ষম হয় প্রোটিয়ারা।
- সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা – ১১৮/৯ (২০ ওভার); মার্করাম ৪০(৩৬), রাবাদা ১৯(২৩), মিলার ১৬(১৮); হ্যাজেলউড ৪-১-১৯-২, জাম্পা ৪-০-২১-২, স্টার্ক ৪-০-৩২-২
অস্ট্রেলিয়া – ১২১/৫ (১৯.৪ ওভার): স্মিথ ৩৫(৩৪), স্টোয়েনিস ২৪(১৬)* , ম্যাক্সওয়েল ১৮(২১); নর্কে ৩-০-১১-২, শামসি ৪-০-২২-১, মহারাজ ৪-০-২৩-১, রাবাদা ৪-০-২৮-১
ফলাফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)।