রোমাঞ্চকর ফুটবল প্রতীক্ষা

২৪ অক্টোবর, দিনটা ক্রীড়া প্রেমীদের জন্যে হতে চলেছে অন্যতম এক রোমাঞ্চকর দিন। ক্রিকেট, ফুটবলের মহা সব দ্বৈরথ নিয়ে অপেক্ষায় রয়েছে দিনটি। বিশ্বকাপ টি-টোয়েন্টিতে উপমহাদেশের সেরা চার দেশ এ দিন হবে একে অপরের মুখোমুখি। বিকেলে বাংলাদেশ-শ্রীলঙ্কা, বিকেল গড়িয়ে সন্ধ্যেটা একটু রাতের দিকে ঝুঁকে গেলেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ। আলোড়ন, উত্তাপ, আলোর ঝলকানিতে মাতিয়ে তুলবে ভারত-পাকিস্তান।

২৪ অক্টোবর, দিনটা ক্রীড়া প্রেমীদের জন্যে হতে চলেছে অন্যতম এক রোমাঞ্চকর দিন। ক্রিকেট, ফুটবলের মহা সব দ্বৈরথ নিয়ে অপেক্ষায় রয়েছে দিনটি। বিশ্বকাপ টি-টোয়েন্টিতে উপমহাদেশের সেরা চার দেশ এ দিন হবে একে অপরের মুখোমুখি। বিকেলে বাংলাদেশ-শ্রীলঙ্কা, বিকেল গড়িয়ে সন্ধ্যেটা একটু রাতের দিকে ঝুঁকে গেলেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ। আলোড়ন, উত্তাপ, আলোর ঝলকানিতে মাতিয়ে তুলবে ভারত-পাকিস্তান।

ক্রিকেটা রাতের মধ্যে শেষ হয়ে গেলো এদিন রাতটা হবে আরো একটু দীর্ঘ। এদিন ইউরোপিয় ফুটবলের মঞ্চে মাঠে নামছে স্পেন, ইংল্যান্ড ও ইতালির ক্লাব ফুটবলের চির প্রতিদ্বন্দিরা। ক্রিকেটের সাথে ফুটবলেরও উত্তাপে পুড়বে পুরো বিশ্ব।

যখন অর্ধেক বিশ্ব বুদ হয়ে থাকবে ক্রিকেটের মহারণে মহাদ্বৈরথে ঠিক তাঁর মিনিট পনেরো বাদেই পৃথিবীর পশ্চিম গোলার্ধে মুখোমুখি হবে ক্লাব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই পরাশক্তি এই মৌসুমে প্রথমবারের মতো নিজেদের বিপক্ষে খেলতে নামছে। তবৎ এই ম্যাচ উত্তেজনায় ঠাসা হবার কথা থাকলেও তা আখ্যরিক অর্থে কতটুকু মাঠের ফুটবলে দেখা মিলবে এ বিষয়ে সন্দিহান হয়ত অনেকেই।

এমন সন্দেহের কারণ হিসেবে বার্সেলোনার সাম্প্রতিক পারফর্মেন্সকেই হয়ত দায়ী করবেন ভক্ত-সমর্থকেরা। রোনাল্ড কোম্যানের নির্দেশনায় খুব একটা সুখকর দিন পার করছে না কাতালানরা। লিগে তাঁদের অবস্থান সপ্তমে। অপরদিকে তাঁদের চিরপ্রতিদ্বন্দি রিয়াল মাদ্রিদ গত মৌসুমের গ্লানি ছেটে ফেলে তাঁদের পুরোনো কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে এই মৌসুমে শুভসূচনা করে লিগে অবস্থান তৃতীয়। যদিও শীর্ষে থাকা রিয়াল সোসিয়াদাদের থেকে এক ম্যাচ কম খেলেছে লস ব্ল্যাঙ্কোসরা।

তাছাড়া শেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেক্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে দুইটি গোল করে নিজের ফর্মে থাকার কথা জানান দিয়েছেন দলের তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র। অপরদিকে ব্যালন ডি’অরের দৌড়ে থাকা করিম বেনজেমা ফর্মের তুঙ্গে থাকার প্রমাণ দিয়েছেন শেষ মিনিটের গোলে।

কিন্তু বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের জয়টিতে গোল ব্যবধান ছিল অত্যন্ত নগন্য। ১-০ গোলে জিতেছিল অপেক্ষাকৃত দূর্বল ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো কিয়েভের বিপক্ষে। দলের হয়ে একটি মাত্র গোল করেন ডিফেন্ডার জেরার্ড পিকে। এমনকি বার্সা কোচ কোম্যানও আক্ষেপ করে বলেছেন বার্সার নূন্যতম চার গোলে জেতা উচিৎ।

তবে এসব পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফর্মেন্সের বিচারে বার্সা-রিয়াল দ্বৈরথকে আটকে ফেলা দুষ্কর। যুগ যুগ ধরে চলে আসা এই ফুটবলীয় লড়াই সর্বদাই তাঁর জৌলুশ এত সহজে হারাবে না। তবে এই ম্যাচে যে কেউ হয়ে যেতে পারেন জয়ী।

পরিসংখ্যান, পারফর্মেন্স এসব এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভিত্তিহীন। এই দুই দলের ম্যাচটা এসব কিছু ছাপিয়ে সম্মানের ম্যাচে পরিণত হয়। নির্দিষ্ট দিনে মাঠের সেরা ফুটবল খেলা দলটিই হবে জয়ী। নিজেদের দিনে বার্সা কিংবা রিয়াল দু’দলের যে কোন দল হয়ে যেতে পারেন বিধ্বংসী। সেই রুদ্রমূর্তি, সেই ধ্বংসযজ্ঞ দেখবার অপেক্ষায় ফুটবল সমর্থকেরা।

দ্বিতীয় ইউরোপিয় ফুটবলের দ্বৈরথে মাঠে নামবে ইংল্যান্ড ক্লাব ফুটবলের দুই পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। দুই দলের মর্যাদার লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ব্যবধান থাকলেও। তা নিয়ে হয়ত চিন্তিত নয় দুই দল। মর্যাদার এই লড়াইয়ে জয় ব্যতিত কোন পরিকল্পনা নিশ্চয়ই করেন নি রেড ডেভিল কোচ ওলে গুনার সোলশায়ার ও অল রেড কোচ ইউর্গেন ক্লপ।

যদি শেষ ম্যাচের প্রসঙ্গ টেনে এনে কে জিততে চলেছে আসন্ন ম্যাচ এমন এক অনুমান করার প্রচেষ্টা সফলতার মুখ দেখবে না বললেই চলে। নিজেদের শেষ ম্যাচ খেলেছিল দুই দল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। দুই দলই পেয়েছে জয়। দুটো জয়ই কষ্টার্জিত। ম্যানচেস্টার ইউনাটেড শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচে জয় পেয়েছে দ্বিতীয় অর্ধের দূর্দান্ত তিন গোলে ইতালির ক্লাব আটলান্টার বিপক্ষে।

অপরদিকে লিভারপুল সম্প্রতি আরো একটি হাই ভোল্টেজ ম্যাচের সম্মুখিন হতে হয়েছে। স্পেন ক্লাব ফুটবলের পরাশক্তি দল অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠের ৩-২ গোলের এক দারুণ জয় তুলে নেয় মোহাম্মদ সালাহ, সাদিও মানেরা। ম্যাচের শুরুতে ২-০ তে এগিয়ে গিয়েও মাদ্রিদ তারকা আন্তোনিয়ো গ্রিজম্যানের একক নৈপুন্যে প্রথম অর্ধেই সমতায় ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষমেশ লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের দৃঢ়তায় এবং দলের সেরা তারকা মোহাম্মদ সালাহের পেনাল্টি গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শীর্ষরা।

সাম্প্রতিক পারফর্মেন্সেও কোন দলকে এগিয়ে রাখা দুস্কর। এর পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো ও লিভারপুলের মোহাম্মদ সালাহ করছেন নিয়মিত গোল। অন্তিম মুহূর্তে দলের প্রয়োজন গুরুত্বপূর্ণ গোল আদায় করতেও সক্ষম নিজ নিজ দলের এই সেরা তারকারা। এদের দু’জনের উপর থাকবে সবার চোখ এবং ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো ও সালাহ।

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয়ে লড়াই শেষে রাত যখন মধ্যরাতের দিকে অগ্রসর হতে শুরু করবে তখন আবার ইতালিতে খেলতে নামবে জুভেন্টাস ও ইন্টার মিলান। পাওয়ার প্যাক্ট দিনটির পরিসমাপ্তি ঘটবে এই দুই ইতালিয়ান ক্লাব পরাশক্তির মধ্যকার ম্যাচ দিয়ে।

গত দুই মৌসুম ধরেই জুভেন্টাস ধুকছে লিগ থেকে শুরু করে সর্বক্ষেত্রে। অন্যদিকে গত মৌসুমের চ্যাম্পিয়ন ইন্টার মিলান এই মৌসুমেও লিগে রয়েছে ছন্দে। ইতালিয়ান লিগের তৃতীয় অবস্থানে রয়েছে এরই সাথে চ্যাম্পিয়ন্স লিগে হোচট খেয়েও নিজেদের সামলে নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইন্টার।

অন্যদিকে লিগ টেবিলের সপ্তম স্থানে থেকেও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপের শীর্ষে রয়েছে জুভেন্টাস। দর্শকরা আশা করতেই পারে এমন এক ক্রীড়াময় দিনের সমাপ্তিতে নিরাশ করবে না এ দুই দল। দিনভর উত্তেজনা বজায় থাকুক। অটুট থাকুক ক্রীড়ার জয়যাত্রা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...