পাল্টে যাবে পাকিস্তানের ব্যাটিং অর্ডার

ব্যাটিং অর্ডার অর্থাৎ কোন ব্যাটার কোথায় খেলবেন তা নির্ধারণ করা, আর এটা ঠিক থাকলে, সচল থাকে রানের চাকা। আর সেই রানের চাকাকে সচল রাখতে পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়েই ভাবছেন হেড কোচ আজহার মেহমুদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরে যায় পাকিস্তান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেল ভারপ্রাপ্ত হেড কোচ আজহার মাহমুদ কথা বলেন পাকিস্তানের ব্যাটিং অর্ডার সম্পর্কে ।

তিনি বলেন, ‘প্রথম তিন ব্যাটার নির্ধারিত করা থাকে। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হয়। এই ম্যাচে (তৃতীয় টি-টোয়েন্টি) আমরা চেয়েছিলাম মোহাম্মদ রিজওয়ান মিডল অর্ডারে কিছুটা সময় খেলুক। তবে আগামীতে আমরা ব্যাটিং অর্ডার নিয়ে আরও নমনীয় হব। কেননা, এক নাম্বার পজিশন এখনও কোন নির্দিষ্ট খেলোয়াড়ের জন্য নির্ধারিত হয়নি।’

বর্তমানে পাকিস্তানের টপ অর্ডারে ব্যাটিং করছে তিন জন। তারা হলেন – সায়িম আইয়ুব, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। তাঁরা দ্বিতীয় এবং তৃতীয় টী-টোয়েন্টিতে এভাবেই ব্যাট করেছেন। আজহারের মতে, পাকিস্তানের মোট সংগ্রহের সাথে অতিরিক্ত ১৫ থেকে ২০ রান যোগ হলে ম্যাচটি তাঁদের পক্ষে থাকতো।

এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা মোট  ১৫ থেকে   ২০ রান পিছিয়ে ছিলাম। ষষ্ঠ ওভার পর্যন্ত আমরা দারুণ খেলেছি এবং ৫৪ রান সংগ্রহ করি। শাদাব খুবই ভালো খেলেছে। তবে মাঝের ওভারগুলোতে আমরা ধারাবাহিকতা হারিয়ে ফেলি।’

উল্লেখ মার্ক চ্যাপম্যান নিউজিল্যান্ডের জয়ে রাখেন বিশেষ ভূমিকা। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। সিরিজের বাকি ম্যাচগুলো লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ২৫ এবং ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link